মধুপুরে চিপসে’র মোড়ক ব্যবহারে প্রতারণা, লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের মধুপুরে নামি দামি বিভিন্ন ব্রান্ডের নামে চিপসে’র মোড়ক ব্যবহার করার অভিযোগে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার।
মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, উপজেলার থানা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে সিনহা ফুড প্রডাক্টস নামের একটি কারখানায় নিজেদের নিবন্ধিত নাম ও মোড়ক ব্যবহার না করে নামি দামি বিভিন্ন ব্রান্ডের মোড়কে চিপস বাজারজাত করে আসছে।
এছাড়াও শিশুদের আকৃষ্ট করতে চিপসের সাথে ফ্রি অফার হিসেবে খেলনা টাকা সরবরাহ করা হতো। পরে তাতে এ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ভবিষ্যতে এ ধরনের প্রতারণা করবেন না মর্মে মুচলেকা দেয়। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
এম.কন্ঠ/০৪ ফেব্রুয়ারী /এম.টি