ঘাটাইলে শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের গেটের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অবেহলিত ও বৈষম্যের শিকার। যেখানে স্নাতক বা সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ডিপ্লোমাধারী নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদর ১০ গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। সেখানে একই যোগ্যতা সম্পর্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। ৮ম শ্রেণি পাশ করা একজন গাড়িচালকও বেতন পান ১২তম গ্রেডে।
বক্তারা আরও বলেন, শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই প্রাথমিক শিক্ষকদের সঠিক মর্যাদা দিতে হবে। এজন্য অনতিবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে প্রদানের দাবি জানাচ্ছি। যুক্তিক দাবি পূরণ না হল পরবর্তীতে আরও বৃহত্তম কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা। মানবন্ধনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২৬ সেপ্টেম্বর /এম.টি