ঘাটাইলে হাফেজ সাদিকুল ইসলামের স্মরণে আলোচনা সভা
টাঙ্গাইলের ঘাটাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ হাফেজ সাদিকুল ইসলামের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হুমায়ুন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ । এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতে আমির আহসান হাবীব মাসুদ। ঘাটাইল উপজেলা আলেম-উলামার সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসেন ও সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. হাবিবুল্লাহ্ বাহার প্রমুখ।
বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে সাদিকুল নির্মমভাবে শহীদ হয়েছে। যারা এ ধরনের কাজ করেছে দোষীদের দৃষ্টান্তম্লূক শাস্তির দাবি জানাই। পরে তিনি শহীদ সাদিকুলের পরিবারের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন এবং হাফেজ সাদিকুলের পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দেন তিনি। এ সময় সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ হাবিবুল্লাহ বাহার এই পরিবারে পাশে থাকবেন বলে আশ্বাস্ত করেন। আলোচনা শেষে সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এম.কন্ঠ/ ২৭ অগাস্ট /এম.টি