গণহত্যা চালিয়ে কেউ কখনও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, ইসরাইলও পারবে না…টুকু
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নারী শিশু আবাল বনিতা বৃদ্ধসহ সকলকেই নির্বিচারে হত্যা করা হচ্ছে। ছোট ছোট শিশুরা জানে না কিভাবে তার উপরে বোমা পড়ছে। মুসলিম রাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষ এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে। গণহত্যা চালিয়ে কেউ কখনও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, ইসরাইলও পারবে না। তাদের ধ্বংস অনিবার্য। পৃথিবীর ইতিহাসও তাই বলে। শুধু মুসলমান হিসেবে নয়, বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের মানুষ কেউ এই গণহত্যাকে সমর্থন করে নাই।
মঙ্গলবার টাঙ্গাইলে জেলা ছাত্রদল আয়োজিত ফিলিস্তিন মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, বাংলাদেশের মতো বিশে^র সকল দেশেই বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। যে শিশুটি মারা যাচ্ছে তার কি দোষ, তার কি অপরাধ! সেই জন্য সারা বিশে^র মানুষ ইসরায়েলি পন্য বর্জন করছে। আজকের সমাবেশের নেতাকর্মীরাও ইসরায়েলি পন্য বর্জনের ঘোষণা দিয়েছে।
তিনি বলেন,আমাদের নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইরাক ইরান যুদ্ধে ভূমিকা পালন করেছিলেন। আমরা কোন গণহত্যাকে সমর্থন করবো না। এ গণহত্যাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখান করি ও নিন্দা জানাই। এ গণহত্যার বিচার দাবি করছি। এছাড়াও গণহত্যার জন্য বিশ^বাসীকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আওয়ামী লীগ উল্লেখ করে বলেন, কয়েক মাস আগে দেশ থেকে এক ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। তারাও নির্বিচারে দেশে গণহত্যা চালিয়েছিলো। খুনি শেখ হাসিনা এ দেশের ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। প্রায় আটজন শিশু বাচ্চাকে গুলি করে হত্যা করেছে। মায়ের কোলে সন্তান, বাবার কোলের সন্তান ও হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনা। তার দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এম.কন্ঠ/ ০৯ এপ্রিল /এম.টি