ইংরেজি শিক্ষায় ভীতি দূর করতে ঘাটাইলে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা
টাঙ্গাইলের ঘাটাইলে ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষে উপজেলা ভিত্তিক ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা,আলোচনা সভা,পুরষ্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“শব্দ শিখুন, ভাষা শিখুন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আক্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, একাডেমিক সুপার ভাইজার মো. ফকরুল ইসলাম,ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম, মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজ্জদ হোসেন,ঘাটাইল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০জন প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উক্ত ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় উপজেলার ৪১ টি উচ্চ বিদ্যালয়ের ১২৩ জন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতায় পাঁচজন শিক্ষার্থীকে বিজয়ী করে অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। যা নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
এম.কন্ঠ/ ১৯ নভেম্বর /এম.টি