কালিহাতীতে বিএনপির তৃণমূল মতবিনিময় সভা
টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির তৃণমূল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন।
মঙ্গলবার বিকালে উপজেলা এলেঙ্গা বিরতি হলরুমে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সভাপতিত্বে উপজেলা তৃণমূল বিএনপির অঙ্গ সংগঠনের সকল ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে নিহতদের স্বরণে আলোচনা ও দোয়া করা হয়।
প্রধান অতিথি লুৎফর রহমান মতিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার মুক্ত হয়েছে। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্বরণ করেন। তিনি বলেন, বিএনপির অভিভাবক দেশনায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন কেউ কারও প্রতি প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ হবেন না।
কালিহাতীতে ত্যাগী নেতাদের নিয়ে বিষয় নিয়ে কেন্দ্রীয় বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করবেন সকলের সহযোগিতা প্রয়োজন।
আজীবন সদস্য ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন অধ্যাপক ডাঃ শাহ আলম তালুকদারের সঞ্চালনায় মতবিনিময়ে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনসার আলী সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু খান,টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহর আলী, বিএনপি নেতা মির্জা জাহাঙ্গীর,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামীম আল মামুন মুকুল, গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউল আলম তালুকদার, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব হোসেন মোল্লা ও ছাত্রদল নেতা শরীফ মোল্লা প্রমুখ।
এ ছাড়াও মতবিনিময় সভায় কালিহাতী উপজেলা, পৌর ও ইউনিয়নের তৃণমূল বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সভায় অংশ নেন।
এম.কন্ঠ/ ২৮ অগাস্ট /এম.টি