সর্বশেষ
কালিহাতীতে বিএনপির অবস্থান কর্মসূচি
টাঙ্গাইলের কালিহাতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতাকে গুলি চালিয়ে গণহত্যা, হাসিনাসহ সব খুনিদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার উপজেলা কালিহাতী বিদ্যুৎ অফিসের পাশে এ কর্মসূচি পালন করেন তারা।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আকবর জব্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব হোসেন মোল্লা, এলেঙ্গা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম ও ছাত্রদল নেতা শরীফ মোল্লা প্রমুখ।
এম.কন্ঠ/ ১৫ অগাস্ট /এম.টি