কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দুটি ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৬ টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া ১১ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক এস.আই. নাজিম উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে আসা একটি আলুবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল, অপরদিকে ঢাকা থেকে আসা একটি চাউলবাহী ট্রাক উত্তরবঙ্গের দিকে রওনা হয়। পথিমধ্যে হাতিয়া এলাকায় পৌঁছালে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় চাউলবাহী ট্রাকের চালক নিহত হন এবং তার সহকারী গুরুতর আহত হন। অপর ট্রাকের চালক এবং হেল্পারও আহত হন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
এ দুর্ঘটনার ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিচয় নিশ্চিত হলে, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এম.কন্ঠ/ ২০ মার্চ /এম.টি