সর্বশেষ
কালিহাতীতে ডেবিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
চলমান ডেভিল হান্ট অভিযানে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ তালুকদার (৬০) সহ ৩ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার নারান্দিয়া নিজ বাসভবন থেকে মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২ দিকে কালিহাতী থানা পুলিশের বিশেষ অভিযানে চেয়ারম্যানকে আটক করা হয়।
এছাড়াও গত সোমবার বিকেলে উপজেলার পটল বাজার থেকে দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম (৪৭) ও কোকডহরা ইউনিয়নের পাছচারান ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন (৫৫) কে উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এম.কন্ঠ/১১ ফেব্রুয়ারী /এম.টি