ঘাটাইলে সিরাজুল ইসলাম (লাবলু) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সাবেক সেক্রেটারী সিরাজুল ইসলাম (লাবলু) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় হামিদপুর মাদ্রাসা প্রাঙ্গনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এর যুগ্ন পরিচালক আমিনুল ইসলাম খান, মার্দাসার দাতা সদস্য মামুন সিদ্দিকী, বিশিষ্ট সমাজ সেবক সাইদুল হক রাঙ্গা, সহকারি অধ্যাপক খন্দকার বিল্লাল আহমেদ পলাশ, সহকারি শিক্ষক শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, জাহাঙ্গির আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সিরাজুল ইসলাম লাবলু অত্র মাদ্রাসার একাধারে পনের বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি সাধারন সম্পাদক থাকাকালীন সময়ে তিনটি ভবন নির্মিত হয়। প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ মাঠবর্ধিত করনের কাজ করা হয়। তিনি শিক্ষানুরাগি ও বিশিষ্ট সমাজ সেবক ছিলেন। তার সাথে মাদ্রাসা সংশ্লিষ্ট সকলের অত্যান্ত সু সম্পর্ক ছিলো।
শেষে সিরাজুল ইসলাম লাবলু স্বরণে মরণোত্তর সম্মাননা স্বারক ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুধান তুলে দেওয়া হয়।
এম.কন্ঠ/ ২৫ জানুয়ারী /এম.টি