সর্বশেষ
কালিহাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কালিহাতী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ জন কৃষকের মাঝে ওই বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুন নাঈম।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
এম.কন্ঠ/ ১৯ সেপ্টেম্বর /এম.টি