টাঙ্গাইলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ১০ দিনে আক্রান্ত ৭৪ জন, মৃত্যু ১
টাঙ্গাইলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ১ সেপ্টম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৭৮ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বিগত ৯ মাসে জেলায় মোট আক্রান্ত হয়ে ভর্তিকৃত ৩৪১ জনের মধ্যে ৩১৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। এখন পর্যন্ত হাসপাতালগুলোতে ২৩ ভর্তি রোগী ভর্তি রয়েছেন। এ দিকে সেপ্টেম্বর ও আগস্ট মাসে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় একজন এবং জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দুই জনের মৃত্যু হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, আগস্ট মাসের শুরু থেকেই হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালের পক্ষ থেকে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে বেশি খারাপ রোগীদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হচ্ছে। সেই সাথে কেউ জ¦রে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলেন তিনি।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, ডেঙ্গু রোগে প্রতিরোধ ব্যবস্থাগুলো জোরদার করতে হবে। ঘুমানোর আগে মানুষকে মশাড়ি ব্যবহার করতে হবে। হাসপাতালে ভর্তি রোগীগুলোকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এম.কন্ঠ/ ১০ সেপ্টেম্বর /এম.টি