সর্বশেষ
বাসাইলে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনব্যাপী স্থানীয় দলীয় কার্যালয় ও বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এম.কন্ঠ/ ১৫ অগাস্ট /এম.টি