ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
শহীদদের স্মরণে গোপালপুরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন আওয়ামী লীগ যা করছে বিএনপি তা করবে না…আব্দুস সালাম পিন্টু অর্ধ যুগেও সংস্কার হয়নি, ১২০ মিটার সড়কই এখন গলার কাঁটা বিএনপির সাথে থাকা অবস্থায় জামায়াতে ইসলামীর অনেক দায় আমাদের দল নিয়েছে…টুকু টাঙ্গাইলে তানযীমুল উম্মাহ মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মামলা ৩০ বছর ধরে শিকলে বাঁধা অদ্ভুত রোগে আক্রান্ত সাইফুল টাঙ্গাইল শহরের তাহসিন শোরুমের উদ্বোধন গোপালগঞ্জে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে এনসিপির বিক্ষোভ মিছিল গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ গোপালগঞ্জের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি টুর্নামেন্টে সুপ্রভাত রাইটার্স চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:২৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

টাঙ্গাইল স্টেডিয়ামে ৩১ জুলাই বুধবার সন্ধ্যায় মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ৩য় ফ্লাড লাইট মিনি ফুটবল টুর্নামেন্টে সুপ্রভাত রাইটার্স ২-১ গোলে টাঙ্গাইল কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনাল খেলার পূর্বে সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সাদা ও নীল নামে দুটি দলের আর্কষনীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আক্রমন পাল্টা আক্রমনের এই ম্যাচে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর সাদা ফুটবল দল ৩-২ গোলে নীল দলকে পরাজিত করে। খেলার ৩ মিনিটের সময় মির্জা মঈনুল হোসেন লিন্টু বিপক্ষ গোলবারে শট নিলে বল গোলবারে প্রবেশের মুখে আরাফাত বলে ছোঁয়া লাগিয়ে দিলে সাদা দল (১-০) গোলে এগিয়ে যায়।

৭ মিনিটের সময় একই দলের ইফতেখারুল অনুপম জটলায় বল পেয়ে চমৎকার প্লেসিং শটে গোল করে (২-০) ব্যবধান দ্বিগুন করে। খেলায় পিছিয়ে পড়ে নীল দলের শিপন, জুয়েল, সুখন, শামসুল, বেল্লাল বল দখল নিয়ে খেলতে থাকলে খেলার ১ মিনিটের সময় শিপনের পাসে সুখন গোল করে (২-১) ব্যবধান কমায়।

দ্বিতীর্য়াধের শুরু থেকে নীল দল গোল পরিশোধের জন্য চাপ প্রযোগ করতে থাকলে খেলার ২১ মিনিটের সময় সৈয়দ বেল্লাল জটলা থেকে হেড করে গোল করে(২-২)খেলায় সমতা আনে। এরপর সাদা দলের লিল্টু, অনুপম, আরাফাত,বজলু,আবারো খেলায় এগিয়ে যাওয়ার জন্য গোছানো ফুটবল খেলতে থাকলে খেলার ২৬ মিনিটের সময় মির্জা মঈনুল হোসেন লিন্টু মধ্যমাঠ থেকে গোলমুখে চমৎকার শট নিলে জটলার ভিতর দিয়ে বল চলে যায় নীল দলের গোলবারে (৩-২)।

এরপর আর গোল না হলে সাদা দল জয়লাভ করে। এরপর সুপ্রভাত রাইটার্স বনাম টাঙ্গাইল কিংসের আকর্ষনীয় ফাইনাল খেলা শুরু হয়। গতিময় আক্রমন পাল্টা আক্রমনের খেলায় প্রথমার্ধে গোল হয়নি। খেলার দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের সময় ডালিম ও ১৩ মিনিটের সময় আরিফ আকন্দ গোল করে(২-০) খেলায় প্রাধ্যন্য বিস্তার করে। খেলার শেষ দিকে টাঙ্গাইল কিংসে আলীম প্লেসিং শটে গোল করে(২-১) ব্যবধান কমায়।

খেলা শেষে সদরের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন ও সরওয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান ও টাঙ্গাইলের সুইডেন প্রবাসী সাবেক ফুটবলার সৈয়দ আলী হায়দার বুলবুল, মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ৩য় ফ্লাড লাইট মিনি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরষ্কার ১৫ হাজার এবং রানার্সআপ পুরষ্কার ১০ হাজার পান।

উল্লেখ্য ৪০ বছরের উর্ধে টাঙ্গাইলের সাবেক ফুটবলার নিয়ে এই টুর্নামেন্টে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে ১৬টি দল অংশ গ্রহন করেছিলো। সুপ্রভাত রাইটার্সঃ সাহেদ আলী, মাসুদ রানা, আরিফ আকন্দ, রনি খান, মাজেদ খান/ডালিম ও ইউসুফ আলী খান। টাঙ্গাইল কিংসঃ নুর আলম, সাইফুল ইসলাম লিটন, কবির/লিটন, গোবিন্দ, জুয়েল খান ও আলীম। সাদা দলঃ মির্জা মঈনুল হোসেন লিন্টু, ইফতেখারুল অনুপম, বজলুর রহমান, বাবুল খান, সেলিম, আরাফাত, আনিসুর রহমান আলো ও শাহ আজিজ তালুকদার বাপ্পী এবং নীল দলঃ এ হাসান ফিরোজ, জহিরুল ইসলাম সম্রাট, সৈয়দ মোহাম্মদ বেল্লাল, মাতিনুজ্জামান খান সুখন, আব্দুল খালেক শিপন, শামসুল হক, ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, এরফানুল করিম খান আজমীর, আব্বাস আলী ও মো. তারেক হাসান খান জুয়েল। রেফারীঃ জামিলুর রহমান জামিল ও মহিউদ্দিন।

 

 

এম.কন্ঠ/ ০১ অগাস্ট  /এম.টি

 

নিউজটি শেয়ার করুন

মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি টুর্নামেন্টে সুপ্রভাত রাইটার্স চ্যাম্পিয়ন

প্রকাশ: ০৮:২৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

টাঙ্গাইল স্টেডিয়ামে ৩১ জুলাই বুধবার সন্ধ্যায় মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ৩য় ফ্লাড লাইট মিনি ফুটবল টুর্নামেন্টে সুপ্রভাত রাইটার্স ২-১ গোলে টাঙ্গাইল কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনাল খেলার পূর্বে সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সাদা ও নীল নামে দুটি দলের আর্কষনীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আক্রমন পাল্টা আক্রমনের এই ম্যাচে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর সাদা ফুটবল দল ৩-২ গোলে নীল দলকে পরাজিত করে। খেলার ৩ মিনিটের সময় মির্জা মঈনুল হোসেন লিন্টু বিপক্ষ গোলবারে শট নিলে বল গোলবারে প্রবেশের মুখে আরাফাত বলে ছোঁয়া লাগিয়ে দিলে সাদা দল (১-০) গোলে এগিয়ে যায়।

৭ মিনিটের সময় একই দলের ইফতেখারুল অনুপম জটলায় বল পেয়ে চমৎকার প্লেসিং শটে গোল করে (২-০) ব্যবধান দ্বিগুন করে। খেলায় পিছিয়ে পড়ে নীল দলের শিপন, জুয়েল, সুখন, শামসুল, বেল্লাল বল দখল নিয়ে খেলতে থাকলে খেলার ১ মিনিটের সময় শিপনের পাসে সুখন গোল করে (২-১) ব্যবধান কমায়।

দ্বিতীর্য়াধের শুরু থেকে নীল দল গোল পরিশোধের জন্য চাপ প্রযোগ করতে থাকলে খেলার ২১ মিনিটের সময় সৈয়দ বেল্লাল জটলা থেকে হেড করে গোল করে(২-২)খেলায় সমতা আনে। এরপর সাদা দলের লিল্টু, অনুপম, আরাফাত,বজলু,আবারো খেলায় এগিয়ে যাওয়ার জন্য গোছানো ফুটবল খেলতে থাকলে খেলার ২৬ মিনিটের সময় মির্জা মঈনুল হোসেন লিন্টু মধ্যমাঠ থেকে গোলমুখে চমৎকার শট নিলে জটলার ভিতর দিয়ে বল চলে যায় নীল দলের গোলবারে (৩-২)।

এরপর আর গোল না হলে সাদা দল জয়লাভ করে। এরপর সুপ্রভাত রাইটার্স বনাম টাঙ্গাইল কিংসের আকর্ষনীয় ফাইনাল খেলা শুরু হয়। গতিময় আক্রমন পাল্টা আক্রমনের খেলায় প্রথমার্ধে গোল হয়নি। খেলার দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের সময় ডালিম ও ১৩ মিনিটের সময় আরিফ আকন্দ গোল করে(২-০) খেলায় প্রাধ্যন্য বিস্তার করে। খেলার শেষ দিকে টাঙ্গাইল কিংসে আলীম প্লেসিং শটে গোল করে(২-১) ব্যবধান কমায়।

খেলা শেষে সদরের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন ও সরওয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান ও টাঙ্গাইলের সুইডেন প্রবাসী সাবেক ফুটবলার সৈয়দ আলী হায়দার বুলবুল, মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ৩য় ফ্লাড লাইট মিনি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরষ্কার ১৫ হাজার এবং রানার্সআপ পুরষ্কার ১০ হাজার পান।

উল্লেখ্য ৪০ বছরের উর্ধে টাঙ্গাইলের সাবেক ফুটবলার নিয়ে এই টুর্নামেন্টে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে ১৬টি দল অংশ গ্রহন করেছিলো। সুপ্রভাত রাইটার্সঃ সাহেদ আলী, মাসুদ রানা, আরিফ আকন্দ, রনি খান, মাজেদ খান/ডালিম ও ইউসুফ আলী খান। টাঙ্গাইল কিংসঃ নুর আলম, সাইফুল ইসলাম লিটন, কবির/লিটন, গোবিন্দ, জুয়েল খান ও আলীম। সাদা দলঃ মির্জা মঈনুল হোসেন লিন্টু, ইফতেখারুল অনুপম, বজলুর রহমান, বাবুল খান, সেলিম, আরাফাত, আনিসুর রহমান আলো ও শাহ আজিজ তালুকদার বাপ্পী এবং নীল দলঃ এ হাসান ফিরোজ, জহিরুল ইসলাম সম্রাট, সৈয়দ মোহাম্মদ বেল্লাল, মাতিনুজ্জামান খান সুখন, আব্দুল খালেক শিপন, শামসুল হক, ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, এরফানুল করিম খান আজমীর, আব্বাস আলী ও মো. তারেক হাসান খান জুয়েল। রেফারীঃ জামিলুর রহমান জামিল ও মহিউদ্দিন।

 

 

এম.কন্ঠ/ ০১ অগাস্ট  /এম.টি