ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রশাসনের সহযোগিতায় মিয়ানমারে অপহৃত কালিহাতীর মনির ফিরলো পরিবারে ঘাটাইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থসামাজিক উন্নয়নে ষাঁড় ও বকনা বাছুর বিতরন টাঙ্গাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে হুগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল সোনিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারদের সংবাদ সম্মেলন বাসাইলে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল সোনালী ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের ইফতার মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে সমন্বয় সভা ও সৌহার্দ্য’র ইফতার মাহফিল যমুনা রেলসেতুর উদ্বোধন, পার হওয়া যাবে সাড়ে ৩ মিনিটে মির্জাপুরে মসদই মাঠে ক্রিকেট ফাইনাল ৩ এপ্রিল

মির্জাপুরে শহীদ খন্দকার বাবুল স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোজাম্মেল হক :
প্রকাশ: ০১:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

oppo_2

মির্জাপুরের বানিয়ারায় শহীদ লেফটেন্যান্ট খন্দকার আজিজুল ইসলাম বাবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ইউনাইটেড বানিয়ারা ক্লাব টাইব্রেকারে ৩-০ গোলে গোল ডিগার বানিয়ারা ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

১৮ জুন মঙ্গলবার বিকেলে মির্জাপুর উপজেলার বানিয়ারা গ্রামের এসএস ক্লাবে মাঠে শহীদ লেফটেন্যান্ট খন্দকার আজিজুল ইসলাম বাবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ডাঃ খন্দকার আব্দুল আজিম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম নায়ক জসিমের বন্ধু জ্যাম্বস গ্রুপের অংশীদার মীর এনামুল করিম আমান, মিজানুর রহমান আইয়ুব , খন্দকার ফজলুর বারী ও খন্দকার ইমু।

আয়োজিত ফুটবল ফাইনাল খেলায় আক্রমন পাল্টা আক্রমন হলেও কোন পক্ষই গোল করতে না পারলে সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ইউনাইটেড বানিয়ারা ৩-০ গোলে গোল ডিগার বানিয়ারাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের সাকিব।

সঞ্চালক রোমান রুবেলের পারিচালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে দু’দলের মাঝে পুরষ্কার বিতরন করেন উপস্থিত অতিথিবৃন্দ। টুর্নামেন্টে ৩টি দল অংশগ্রহন করে। তৃতীয় দলটি হলো বানিয়ারা চ্যালেঞ্জার ।

দু’দলে যে খেলোয়াড় অংশগ্রহন করে তার হলোঃ ইউনাইটেড বানিয়ারাঃ রাজন, বিপ্্র, ফাহিম, সাকিব, আরিয়ান, বিশাল, নাবিল, তৌকির ও শিহাব। গোল ডিগার বানিয়ারাঃ নাঈম, মুস্তাকিম, হাবিব, রাইয়ান, শুভ, রিমান, রাকিব, ফাহিম ও রিসান। রেফারীঃ শহিদুল ইসলাম মনো

 

এম.কন্ঠ/ ১৯ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন

মির্জাপুরে শহীদ খন্দকার বাবুল স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশ: ০১:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

মির্জাপুরের বানিয়ারায় শহীদ লেফটেন্যান্ট খন্দকার আজিজুল ইসলাম বাবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ইউনাইটেড বানিয়ারা ক্লাব টাইব্রেকারে ৩-০ গোলে গোল ডিগার বানিয়ারা ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

১৮ জুন মঙ্গলবার বিকেলে মির্জাপুর উপজেলার বানিয়ারা গ্রামের এসএস ক্লাবে মাঠে শহীদ লেফটেন্যান্ট খন্দকার আজিজুল ইসলাম বাবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ডাঃ খন্দকার আব্দুল আজিম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম নায়ক জসিমের বন্ধু জ্যাম্বস গ্রুপের অংশীদার মীর এনামুল করিম আমান, মিজানুর রহমান আইয়ুব , খন্দকার ফজলুর বারী ও খন্দকার ইমু।

আয়োজিত ফুটবল ফাইনাল খেলায় আক্রমন পাল্টা আক্রমন হলেও কোন পক্ষই গোল করতে না পারলে সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ইউনাইটেড বানিয়ারা ৩-০ গোলে গোল ডিগার বানিয়ারাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের সাকিব।

সঞ্চালক রোমান রুবেলের পারিচালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে দু’দলের মাঝে পুরষ্কার বিতরন করেন উপস্থিত অতিথিবৃন্দ। টুর্নামেন্টে ৩টি দল অংশগ্রহন করে। তৃতীয় দলটি হলো বানিয়ারা চ্যালেঞ্জার ।

দু’দলে যে খেলোয়াড় অংশগ্রহন করে তার হলোঃ ইউনাইটেড বানিয়ারাঃ রাজন, বিপ্্র, ফাহিম, সাকিব, আরিয়ান, বিশাল, নাবিল, তৌকির ও শিহাব। গোল ডিগার বানিয়ারাঃ নাঈম, মুস্তাকিম, হাবিব, রাইয়ান, শুভ, রিমান, রাকিব, ফাহিম ও রিসান। রেফারীঃ শহিদুল ইসলাম মনো

 

এম.কন্ঠ/ ১৯ জুন /এম.টি