টাঙ্গাইলে ৯৯ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ
টাঙ্গাইলে ৯৯ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারী ও পুরুষদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের তালতলা এলাকায় জেলা প্রশাসন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মাহবুবুল আলম খাসনবিশ ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার নুরি আলম তাহমিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রতিবন্ধী সেবা ও সাহয্য কেন্দের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. নুরুল ইসলাম। সঞ্চালানায় ছিলেন ফিজিওথেরাপি মো. ওহিদুজ্জামান। শেষে প্রধান অতিথি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারী ও পুরুষদের মাঝে ৭০ টি হুইল চেয়ার, ট্রাইসাইকেল ১০ টি, স্মার্ট সাদাছড়ি পাঁচটি, অক্সিলারি ক্র্যাচ পাঁচটি, এলবো ক্র্যাচ পাঁচটি, কর্ণার চেয়ার দুইটি ও দুইটি ফোল্ডিং ওয়াকার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী উন্নয়ন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিরাজীসহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অভিবাকরা।
এম.কন্ঠ/০৪ ফেব্রুয়ারী /এম.টি