ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে পিটিসিতে ৫৬তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ টাঙ্গাইলে কিশোর (অনুর্দ্ধ-১৫) ফুটবলার বাছাই অনুষ্ঠিত ইজারা বকেয়া: তালা ঝুললো এলেঙ্গা রিসোর্টে টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি কালিহাতীতে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার টাঙ্গাইলে সেতু’র তারুণ্য উৎসব উদযাপন বাসাইলে ৫০০ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস দেশের মানুষ ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বলে বিক্রির অভিযোগে জরিমানা টাঙ্গাইল ব্যবসায়ী নেতা লাবুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল টাইগার্সের কাছে ২২ রানে ঢাকার বগুড়া সিটি একাডেমী পরাজিত

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

রাজধানী ঢাকা মিরপুরের বগুড়া সিটি একাডেমীর সাথে প্রীতি ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল টাইগার্স একাডেমী ২২ রানে জয়ী হয়েছে।

শনিবার(৪ জানুয়ারী) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ২দিনের দুটি প্রীতি ক্রিকেট ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

সকালে টস জয়ী টাঙ্গাইল টাইগার্স একাডেমী প্রথমে ব্যাটিং করে আবহাওয়া জনিত কারনে ওভার কার্টেল করে নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেটে ২১৬ রান করে। দলের পক্ষে সিয়াম সর্বোচ্চ ৭৯ রান করে।

এছাড়া শাহেদ ২৫, ফিরোজ ২১, চয়ন ১৯ ও শান্ত ১৩ রান করে। বোলিংয়ে বগুড়া সিটি একাডেমীর পক্ষে ইমরান ২টি এবং প্রীতম,আতিক, নাঈম ১টি করে উইকেট দখল করে। জবাবে বগুড়া সিটি একাডেমী ৩৫ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান করলে ২২ রানে পরাজিত হয়।

দলের পক্ষে রিমন সর্বোচ্চ ৬৬ রান করে এছাড়া জুনায়েত ৪১ ও মারুফ ১৬ রান করে। বোলিংয়ে বিজয়ী টাঙ্গাইল টাইগার্সের পক্ষে সিয়াম ৩টি উইকেট দখল করে। ব্যাটিংয়ে ৭৯ ও বোলিংয়ে ৩টি উইকেট নিয়ে সিয়াম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

ঢাকার বগুড়া সিটি একাডেমীর খেলোয়াড়বৃন্দরা হলেন, জুনায়েদ(অধিনায়ক), মারুফ, সিয়াম, আতিক, নাঈম, প্রীতম, ইমরান, রাজ্জাক, ইকবাল, রনি, রিমন, হৃদয় ও মেহেদী। ৫ জানুয়ারী একই মাঠে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

এম.কন্ঠ/ ০৪ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইল টাইগার্সের কাছে ২২ রানে ঢাকার বগুড়া সিটি একাডেমী পরাজিত

প্রকাশ: ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

রাজধানী ঢাকা মিরপুরের বগুড়া সিটি একাডেমীর সাথে প্রীতি ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল টাইগার্স একাডেমী ২২ রানে জয়ী হয়েছে।

শনিবার(৪ জানুয়ারী) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ২দিনের দুটি প্রীতি ক্রিকেট ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

সকালে টস জয়ী টাঙ্গাইল টাইগার্স একাডেমী প্রথমে ব্যাটিং করে আবহাওয়া জনিত কারনে ওভার কার্টেল করে নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেটে ২১৬ রান করে। দলের পক্ষে সিয়াম সর্বোচ্চ ৭৯ রান করে।

এছাড়া শাহেদ ২৫, ফিরোজ ২১, চয়ন ১৯ ও শান্ত ১৩ রান করে। বোলিংয়ে বগুড়া সিটি একাডেমীর পক্ষে ইমরান ২টি এবং প্রীতম,আতিক, নাঈম ১টি করে উইকেট দখল করে। জবাবে বগুড়া সিটি একাডেমী ৩৫ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান করলে ২২ রানে পরাজিত হয়।

দলের পক্ষে রিমন সর্বোচ্চ ৬৬ রান করে এছাড়া জুনায়েত ৪১ ও মারুফ ১৬ রান করে। বোলিংয়ে বিজয়ী টাঙ্গাইল টাইগার্সের পক্ষে সিয়াম ৩টি উইকেট দখল করে। ব্যাটিংয়ে ৭৯ ও বোলিংয়ে ৩টি উইকেট নিয়ে সিয়াম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

ঢাকার বগুড়া সিটি একাডেমীর খেলোয়াড়বৃন্দরা হলেন, জুনায়েদ(অধিনায়ক), মারুফ, সিয়াম, আতিক, নাঈম, প্রীতম, ইমরান, রাজ্জাক, ইকবাল, রনি, রিমন, হৃদয় ও মেহেদী। ৫ জানুয়ারী একই মাঠে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

এম.কন্ঠ/ ০৪ জানুয়ারী /এম.টি