ঘাটাইলে অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা
সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় সমবায় পুরস্কার ২২ এ স্বর্ণপদক প্রাপ্ত অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৪ ডিসেম্বর) সকালে ফতেরপাড়া সমিতির নিজস্ব ক্যাম্পাসে অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ শাহীনুজ্জামান, মধুপুর উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম, অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা ও সাংবাদিক লেখক জুলফিকার হায়দার, অন্বেষা বহুমুখী সমবায় সমিতির লি: ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবির সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, রিপোর্ট পর্যালোচনা, উদ্বৃত্তপত্র ও নিরিক্ষা প্রতিবেদন পর্যালোচনা, ২০২৩ -২৪ আর্থিক বৎসরের জন্য প্রাক্কলিত বাজেট পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা, নতুন লোন আইটেম, লভ্যাংশ ও মুনাফা বিতরণ, সফটওয়ার কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, বর্তমান সমাজে সমবায় সমিতির গুরুত্বসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোকপাত করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য আফরিদা মালিহা রিদিকা ও কর্মসূচি কর্মকর্তা রাজিয়া সুলতানা।
এম.কন্ঠ/ ১৪ ডিসেম্বর /এম.টি