ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে দুই শিক্ষকের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন টাঙ্গাইলে সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি পর্যায়-৩ এর উদ্বোধন বাসাইলে গরিব-অসহায় ও শীতার্তদের মাঝে পৌরসভার উদ্যোগে কম্বল বিতরণ টাঙ্গাইলে ৩দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব শুরু টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫টি ট্রাক জব্দ কালিহাতী পৌরসভায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা কালিহাতীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে টেন ক্লাবের কাছে একমাত্র গোলে পরাজিত ওয়ান ক্লাব

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৮:২১:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে অনুপমের কর্ণার থেকে বক্্েরর ভিতর জটলা থেকে টেন ক্লাবের আশরাফ বল জালে পাঠালে দ্বিতীয় ম্যাচে ১ম জয়লাভ করেছে।

রোববার (০৮ ডিসেম্বর) টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোর ব্রাদার্সের আয়োজনে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে অনুষ্ঠিত হয়।

তুলনামুলক দুর্বল দল নিয়েও অনুপম, আশরাফ ও গোবিন্দের সমন্বয়ে চমৎকার খেলে ওয়ানক্লাবকে হারিয়েছে। খেলার শুরুতে ওয়ান ক্লাবে একচেটিয়া আক্রমন করে খেলতে থাকে। খেলার ৪মিনিটের সময় ওয়ান ক্লাবের স্টাইকার দুলালের গোলবারমুখী উঁচু শট টেনক্লাবের গোলরক্ষক শামীম আল মামুন চমৎকার দক্ষতায় প্রতিহত করে দলকে বিপদমুক্ত করেন।

এরপর ধীরে ধীরে টেন ক্লাব দলের লাগাম টেনে ধরেন। খেলার ১৭ মিনিটে ইফতেখারুল অনুপমের কর্ণার থেকে আশরাফ গোল করে(১-০) দলকে এগিয়ে নেয়। খেলায় পিছিয়ে পরে ওয়ান ক্লাব গোল করে খেলায় ফিরতে পারেনি। টেন ক্লাবও পারেনি গোলসংখ্যা দ্বিগুন করতে। দু’দলে যারা খেলেছে।

ওয়ান ক্লাবঃ- সুব্রত কুমার ধর, লিটন সাহা, পলাশ পাল, দিলীপ, গৌর সুন্দর, মুজিবর, রাতুল সাহেদ, উৎপল কর্মকার, এ্যাডভোকেট বাবু, দুলাল ও মোতালেব। টেন ক্লাবঃ- শামীম আল মামুন, প্রফেসর সানোয়ার, মতিন, বিশ^জিৎ, ইমরান, শফিকুল ইসলাম, সোলায়মান, উজ্জল, আশরাফ, গোবিন্দ কর্মকার ও ইফতেখারুল অনুপম। রেফারীঃ সুলতান মাহমুদ এবং ম্যাচ রেফারীঃ মোজাম্মেল হক।

 

এম.কন্ঠ/ ০৮ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে টেন ক্লাবের কাছে একমাত্র গোলে পরাজিত ওয়ান ক্লাব

প্রকাশ: ০৮:২১:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে অনুপমের কর্ণার থেকে বক্্েরর ভিতর জটলা থেকে টেন ক্লাবের আশরাফ বল জালে পাঠালে দ্বিতীয় ম্যাচে ১ম জয়লাভ করেছে।

রোববার (০৮ ডিসেম্বর) টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোর ব্রাদার্সের আয়োজনে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে অনুষ্ঠিত হয়।

তুলনামুলক দুর্বল দল নিয়েও অনুপম, আশরাফ ও গোবিন্দের সমন্বয়ে চমৎকার খেলে ওয়ানক্লাবকে হারিয়েছে। খেলার শুরুতে ওয়ান ক্লাবে একচেটিয়া আক্রমন করে খেলতে থাকে। খেলার ৪মিনিটের সময় ওয়ান ক্লাবের স্টাইকার দুলালের গোলবারমুখী উঁচু শট টেনক্লাবের গোলরক্ষক শামীম আল মামুন চমৎকার দক্ষতায় প্রতিহত করে দলকে বিপদমুক্ত করেন।

এরপর ধীরে ধীরে টেন ক্লাব দলের লাগাম টেনে ধরেন। খেলার ১৭ মিনিটে ইফতেখারুল অনুপমের কর্ণার থেকে আশরাফ গোল করে(১-০) দলকে এগিয়ে নেয়। খেলায় পিছিয়ে পরে ওয়ান ক্লাব গোল করে খেলায় ফিরতে পারেনি। টেন ক্লাবও পারেনি গোলসংখ্যা দ্বিগুন করতে। দু’দলে যারা খেলেছে।

ওয়ান ক্লাবঃ- সুব্রত কুমার ধর, লিটন সাহা, পলাশ পাল, দিলীপ, গৌর সুন্দর, মুজিবর, রাতুল সাহেদ, উৎপল কর্মকার, এ্যাডভোকেট বাবু, দুলাল ও মোতালেব। টেন ক্লাবঃ- শামীম আল মামুন, প্রফেসর সানোয়ার, মতিন, বিশ^জিৎ, ইমরান, শফিকুল ইসলাম, সোলায়মান, উজ্জল, আশরাফ, গোবিন্দ কর্মকার ও ইফতেখারুল অনুপম। রেফারীঃ সুলতান মাহমুদ এবং ম্যাচ রেফারীঃ মোজাম্মেল হক।

 

এম.কন্ঠ/ ০৮ ডিসেম্বর /এম.টি