উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এলাকাবাসী লিখিত অভিযোগ
কালিহাতীতে রাজাবাড়ী গ্রামে ১০০ বছরে রাস্তা বন্ধ করে জনদূর্ভোগ সৃষ্টি
টাঙ্গাইলের রাজাবাড়ী গ্রামে ১০০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের রাজাবাড়ী গ্রামের আলী আজম মোল্লা ও মো. কাছসার মোল্লা।
অভিযোগ পত্র থেকে জানা যায়, কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী গ্রামের আরিফুল ইসলামের বাড়ীর পাশে দিয়ে একটি ৮ ফিট প্রশস্থ একটি কাঁচা রাস্তা আছে। এই ১০০ বছরের পুরাতন রাস্তা দিয়ে ২৩টি পরিবারসহ পাশর্^বর্তী মহেশপুর ও মসিন্দা গ্রামের মানুষ যাতায়াত করে।
এই রাস্তা দিয়ে পাশর্^বর্তী ঈদগাহ ও কবরস্থানে প্রায় ১০.০০০ হাজার লোক যাতায়াত করে। রাস্তাটি বাংড়া ইউনিয়ন পরিষদের আওতাধীন হওয়ায় একাধিকবার বিভিন্ন প্রজক্টের মাধ্যমে রাস্তাটির সংস্কার ও মাটি ভরাটের কাজ সম্পাদন করা হয়। একমাত্র এই রাস্তা ব্যতীত অন্য কোন বিকল্প রাস্তা নাই, যেখানে দিয়ে কবরস্থানে লাশ আনা ও জানাযা পরাসহ ঈদের নামায পড়া যায়। অথচ রাজাবাড়ী গ্রামের আলী আজম মোল্লা ও মো. কাছসার মোল্লা রাস্তাটি বন্ধ করে দিয়ে জনদূর্ভোগের সৃষ্টি করছে।
এলাকাবাসী জনস্বার্থে রাস্তাটি সচল করে ৪০০০ মানুষের দুর্ভোগ লাঘব করা জন্য আহবান জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এলাকাবাসী লিখিত পত্র দিয়েছেন।
এম.কন্ঠ/ ২৪ নভেম্বর /এম.টি