কালিহাতীতে বীরমুক্তিযোদ্ধা হাসমত আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
টাঙ্গাইলের কালিহাতীতে বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাসমত আলী (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, এলেঙ্গা রাজাবাড়ী লুৎফর রহমান মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরোসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
রোববার দুপুর ২ টায় কালিহাতী উপজেলার এলেঙ্গা হাইস্কুল মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রাজাবাড়ী গ্রামে কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন ও কালিহাতী থানার এসআই ইমাম হোসেনের নেতৃত্বে টাঙ্গাইল জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃদ।
এর আগে জানাজা নামাযে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, বিএনপি নেতা আনছার আলী সিকদার ও উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন আহম্মেদ,কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি ও মজলুমের কন্ঠ নিজস্ব প্রতিবেদক তারেক আহমেদ প্রমুখ অংশগ্রহণ করেন।
এম.কন্ঠ/ ২৪ নভেম্বর /এম.টি