কালিহাতীতে লুৎফর রহমান মতিন মহিলা কলেজে মতিনের জম্মদিন উৎসব
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের প্রতিষ্ঠাতা ও দরিদ্র নারী শিক্ষা উন্নয়নের রূপকার এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিনের ৭২ তম জন্মদিন উৎসব করা হয়েছে।
এ উপলক্ষে রোববার দুপুরে লুৎফর রহমান মতিন মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, লুৎফর রহমান মতিনের সুস্বাস্থ্য কামনা করে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া মোনাজাত ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, এলাকার দরিদ্র জনগোষ্ঠির নারী শিক্ষা উন্নয়নের লক্ষ্যে লুৎফর রহমান মতিন ২০০০সালে কালিহাতী উপজেলা রাজাবাড়ীতে লুৎফর রহমান মতিন মহিলা কলেজটি প্রতিষ্ঠা করেছেন।
লুৎফর রহমান মতিন মহিলা কলেজটিতে প্রতিষ্ঠাকাল হতে বিনা বেতনে শিক্ষাদান করা হয়। শিক্ষার্থীদের কলেজে যাওয়া-আসা যাতায়াত খরচ বহন করে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন।
কলেজটি এমপিও ভূক্তির পূর্ব পর্যন্ত প্রতিষ্ঠাতা লুৎফর রহমান মতিন কলেজের নিয়োগকৃত শিক্ষক কর্মচারীদের বেতন পরিশোধ করেছেন। কলেজটি গ্রামীণ এলাকায় প্রতিষ্ঠিত। বর্তমানে কালিহাতী উপজেলা এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী এলাকা অধীন।
আলোচনা সভায় লুৎফর রহমান মতিন কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও লুৎফর রহমান মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লুৎফর রহমান মতিন মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি জাহিদুল রহমান, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের দাতা সদস্য সেকান্দার আলী সিকদার লেবু ও হুমায়ন সিকদার প্রমুখ।
লুৎফর রহমান মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য। লুৎফর রহমান মতিন কালিহাতী উপজেলা এলেঙ্গা পৌরসভা রাজাবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। লুৎফর রহমান মতিন কালিহাতী উপজেলা রাজাবাড়ী গ্রামের মরহুম সিরাজুল ইসলাম ও মরহুমা বেলা বেগমের দ্বিতীয় সন্তান।
এম.কন্ঠ/ ০৩ নভেম্বর /এম.টি