ঘাটাইলে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর সভার প্রশাসক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সনাতন ধর্মালম্বী নেতাদের নিয়ে আসন্ন শারদীয়া দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও ইরতিজা হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি অধীর চন্দ্রসাহা, সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য, উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) কিশোর কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নাইম মো. সোহেল, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান হেস্টিংস, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান লোকের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক মিলন প্রমুখ।
এম.কন্ঠ/ ০২ অক্টোবর /এম.টি