সর্বশেষ
ঘাটাইলে আর্মি মেডিকেল কোরের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোরের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে আর্মি মেডিক্যাল কোর সেন্টার এন্ড স্কুলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, এমপিএইচ আর্মি মেডিক্যাল কোরের ১৪তম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন এবং সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া; কমান্ড্যান্ট, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি ছাড়াও সেনাবাহিনীর উর্র্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, অন্যান্য অফিসার, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/১০ মার্চ/এম.টি