কালিহাতীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ইসমাইল গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইসমাইল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি দল তাকে আটক করে।
টাঙ্গাইল র্যাব কমান্ডার মেজর কাওসার বাধন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চলতি বছরের গত ২৫ মার্চ রাত আনুমানিক ৩টার দিকে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের একটি গ্রামে ওই শিশুর বাড়িতে ঢুকে ধর্ষণ করেন ইসমাইল হোসেন। ধর্ষণের সময় তিনি ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেলে তিনি ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে মান-সম্মানের ভয়ে শিশুটির পরিবার অনেকদিন আইনি পদক্ষেপ নিতে পারেনি।
পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে।
এরপর শিশুটির বাবা বাদী হয়ে গত ৯ অক্টোবর কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নম্বর-১০) দায়ের করেন। এরপর ষ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প মামলাটির তদন্ত শুরু করেন। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ১৩ অক্টোবর বিকেলে র্যাবের একটি দল তার অবস্থান নিশ্চিত হয়ে জেলার দেলদুয়ার উপজেলার নাসির গ্রুপ কোম্পানি এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনাটি স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার ইসমাইল হোসেনের বাড়ি কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে। গ্রেপ্তার পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
এম.কন্ঠ/ ১৪ অক্টোবর /এম. টি