ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালিহাতীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে তিন নির্মাণ শ্রমিক নিহত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীতে কুড়া বহনকারী ট্রাক ও ঢালাইয়ের মিক্সার মেশিন বহনকারি পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়কের বাংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কালিহাতী উপজেলার কোনাবাড়ী এলাকার জহের আলী (৪৫), বানিয়াফৈর দক্ষিণপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে মুক্তার আলী (৪২) ও একই গ্রামের সলিমুদ্দিনের ছেলে ফজল (৬০)।

আহতরা হচ্ছেন বানিয়াফৈর এলাকার করিমের ছেলে উজ্জল (৩০), জয়নাল আবেদীনের ছেলে মফিজ (৪৫), মৃত খলিলের ছেলে সোলাইমান (২২) সহ অন্তত ৯ শ্রমিক।

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক কালাম মিয়া জানান, “আমরা ঘুনি সালেংকা এলাকায় ঢালাইয়ের কাজ শেষ করে পিকআপ ভ্যানে করে এলেঙ্গার দিকে ফিরছিলাম। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি কুঁড়া বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের ডানপাশে থাকা শ্রমিকরা ছিটকে সড়কে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সেনাবাহিনীর একটি গাড়ি সেখান দিয়ে যাওয়ার সময় তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো পাওয়া যায়নি। তবে স্থানীয়দের তথ্য ও হাসপাতালের সূত্রে দুইজন এবং চিকিৎসাধীন অবস্থায় পরে আরও একজন মোট তিনজন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এম.কন্ঠ/ ০৭ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে তিন নির্মাণ শ্রমিক নিহত

প্রকাশ: ০১:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে কুড়া বহনকারী ট্রাক ও ঢালাইয়ের মিক্সার মেশিন বহনকারি পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়কের বাংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কালিহাতী উপজেলার কোনাবাড়ী এলাকার জহের আলী (৪৫), বানিয়াফৈর দক্ষিণপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে মুক্তার আলী (৪২) ও একই গ্রামের সলিমুদ্দিনের ছেলে ফজল (৬০)।

আহতরা হচ্ছেন বানিয়াফৈর এলাকার করিমের ছেলে উজ্জল (৩০), জয়নাল আবেদীনের ছেলে মফিজ (৪৫), মৃত খলিলের ছেলে সোলাইমান (২২) সহ অন্তত ৯ শ্রমিক।

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক কালাম মিয়া জানান, “আমরা ঘুনি সালেংকা এলাকায় ঢালাইয়ের কাজ শেষ করে পিকআপ ভ্যানে করে এলেঙ্গার দিকে ফিরছিলাম। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি কুঁড়া বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের ডানপাশে থাকা শ্রমিকরা ছিটকে সড়কে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সেনাবাহিনীর একটি গাড়ি সেখান দিয়ে যাওয়ার সময় তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো পাওয়া যায়নি। তবে স্থানীয়দের তথ্য ও হাসপাতালের সূত্রে দুইজন এবং চিকিৎসাধীন অবস্থায় পরে আরও একজন মোট তিনজন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এম.কন্ঠ/ ০৭ অক্টোবর  /এম. টি