বাঘিল ইউনিয়নে উপকার ভোগি পরিবারের মাঝে চাল বিতরণ
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে বিশ্ব খাদ্য কর্মসুচির প্রকল্পের আওতায় বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৫৩জন উপকার ভোগি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বাঘিল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মেহেদী হাসান জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫৩ জন উপকার ভোগি পরিবারের মাঝে প্রতিজনকে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার সায়লা শারমীন মালা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. সামাউন কবিরসহ ইউপি সদস্য-সদস্যারা।
উপকার ভোগি শ্রীমতি পদ্ধা রানী সূত্রধর ৩০ কেজি চাল পেয়ে খুশি হয়ে বলেন এ চালের পরিমান সামান্য হলেও দরিদ্র পরিবারের জন্য অনেক সহায়ক। ওপর জন উপকার ভোগি মোছাঃ রিনা বলেন, সরকারের বিশ^ খাদ্য কর্মসুচির এ চাল পেয়ে আমাদের মত দরিদ্র মানুষের কিছুটা হলেও আহারের সঞ্চয় হলো।
এম.কন্ঠ/ ১৬ অক্টোবর /এম. টি