টাঙ্গাইলে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সৃষ্টি একাডেমিক স্কুল চ্যাম্পিয়ন
টাঙ্গাইলে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে বিবেকানন্দ হাইস্কুলকে ৪২ রানে হারিয়ে সৃষ্টি একাডেমিক স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ৫০ ওভারের একদিনের ফাইনাল খেলায় মুখোমুখি হয় সৃষ্টি একাডেমিক স্কুল ও বিবেকানন্দ হাইস্কুল।
খেলায় টসজয়ী সৃষ্টি একাডেমিক স্কুল প্রথমে ব্যাটিং ৩৯ওভার ২বলে ১০ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। দলের পক্ষে রাকিব মিয়া ৫৮ বলে সর্বোচ্চ ৫৪ রান করে। এছাড়া নাঈম ৪৬ বলে ৪৬ এবং আবিদ ৩৯ বলে ২৭ রান করে।
বিজিত বিবেকানন্দ হাইস্কুলের পক্ষে রামিন ১৯ রানে ৩টি এবং সুশান্ত, শুভ, ও শিশির ১টি করে উইকেট দখল করে। জবাবে বিবেকান্দ হাইস্কুল ৪৪ ওভার ৪ বলে ১৪২ রানে অলআউট হলে সৃষ্টি হাইস্কুল ৪২ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
বিজিত দলের নিরব ৪৮ বলে সর্বোচ্চ ২২ রান করে। বিজয়ী দলের নাঈম ৯ ওভার বোলিং করে ৩৫ রানের বিনিময়ে ৪টি এবং ইমরান ২৭ রানে ৩টি উইকেট দখল করে। বিজয়ী দলের নাঈম ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিনের সঞ্চালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুন।
মাঠে বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দসহ সকল ছাত্ররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য টুর্নামেন্টে টাঙ্গাইল শহরের ৪টি স্কুল অংশগ্রহন করে।
খেলায় আম্পায়ার ছিলেন বজলুর রহমান ও তমাল বিহারী দাস এবং স্কোরার মোজাম্মেল হক|
এম.কন্ঠ/০৪ ফেব্রুয়ারী /এম.টি