হয়রানির শিকার শহীদ এম.মুনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসক
হয়রানির শিকার শহীদ এম.মুনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জের ডাক্তারা। দেশকে অস্থিতিশীল করতে বারবার মাথাচাড়া দিয়ে উঠছে নানামহল।
এরই ধারাবাহিকতায় দেশ সেবক চিকিৎসকদের দিকে লক্ষ্যস্থির করেছে কিছু সুযোগসন্ধানী দালাল। এরকমই এক ঘটনা ঘটে গত শনিবার শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজের সিসি ইউতে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, একদল তরুন যুবক অকস্ম্যাৎ ইন্টার্ন ডক্টর রুমে প্রবেশ করে এবং উপস্থিত চিকিৎসকদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের একজন (ফারজানা দিশা) জানিয়েছেন, ঘটনার সময়ে তিনি ওয়ার্ড আয়া নতুন রোগীর অসুস্থতার বিবরণ নিচ্ছিলেন। এবং সিনিয়র চিকিৎসক পাশের ওয়ার্ডে রোগীকে সেবা প্রদানে ব্যস্ত ছিলেন।
এমন সময়ে ডক্টর’স রুমে কেন আরও ডাক্তার বসে নেই এই মর্মে বাকবিতন্ডা শুরু করেন তথাকথিত সাংবাদিক এবং আইডি কার্ড ও পরিপূর্ণ নাম চাইলে তারা বারবার বিষয়টি এড়িয়ে যান। রাত্রিবেলা সি সি ইউ তে প্রবেশ করে করা এভাবে নারী চিকিৎসকদের হয়রানি করার প্রচেষ্টা চালাচ্ছে এবং এই পরিস্থিতিতে নাইট ডিউটি কালীন নিরাপত্তার নিশ্চয়তা কতটুকু তা নিয়ে শঙ্কিত শহীদ এম.মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্স এবং স্টাফরা ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিরোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এম.কন্ঠ/০৩ ফেব্রুয়ারী /এম.টি