ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে পিটিসিতে ৫৬তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ টাঙ্গাইলে কিশোর (অনুর্দ্ধ-১৫) ফুটবলার বাছাই অনুষ্ঠিত ইজারা বকেয়া: তালা ঝুললো এলেঙ্গা রিসোর্টে টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি কালিহাতীতে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার টাঙ্গাইলে সেতু’র তারুণ্য উৎসব উদযাপন বাসাইলে ৫০০ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস দেশের মানুষ ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বলে বিক্রির অভিযোগে জরিমানা টাঙ্গাইল ব্যবসায়ী নেতা লাবুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল টাইগার্সের কাছে ৩১ রানে মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমী পরাজিত

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০২:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমীর সাথে প্রীতি ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল টাইগার্স একাডেমী ৩১ রানে জয়ী হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ২দিনের দুটি প্রীতি ক্রিকেট ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন দু’দলের মাঝে পরিচিত হয়ে খেলার শুভ উদ্বোধন করেন।

সকালে টস জয়ী টাঙ্গাইল টাইগার্স একাডেমী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রান করে। দলের পক্ষে রিহান সর্বোচ্চ ৬০ রান করে। এছাড়া কাব্য ৩২ ও শিমরোজ হাসান শিহাদ ১৩ রান করে। বোলিংয়ে বিজিত মানিকগঞ্জ রাইজিং একাডমীর পাভেল ৩টি উইকেট দখল করে।

এছাড়া নাফি ও সামি ২টি করে উইকেট দখল করে। জবাবে মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমী ৯ উইকেটে ১৪৩ রান করলে টাঙ্গাইল টাইগার্স ৩১ রানে জয়লাভ করে। দলের পক্ষে সাইম সর্বোচ্চ ৪১ রান করে।

টাইগার্স ক্রিকেট একাডেমীর পক্ষে শিমরোজ হাসান শিহাদ ও নিরব যথাক্রমে ১৭ ও ২২ রানে ২টি করে উইকেট দখল করে। খেলায় রিহান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। বিশেষ ভাবে পুরষ্কারকৃত হন রাউজিং ক্রিকেট একাডেমীর সাইম(৪১ রান), পাভেল (৪ উইকেট) ও সুফিয়ান(উদীয়মান)।

খেলা শেষে পুরষ্কার বিতরন করেন সাবেক ক্রিকেট খেলোয়াড় জাতীয় নাগরিক কমিটির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাসুদুর রহমান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর কোচ ইসলাম খান ও মানিকগঞ্জ রাইজিং ক্রিকেট একাডেমীর কোচ আতিকুর রহমান। আম্পায়ার ছিলেন স্বপন কুমার দত্ত ও জুয়েল রানা। ১২ জানুয়ারী রোববার ২য় ও সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

এম.কন্ঠ/ ১১ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইল টাইগার্সের কাছে ৩১ রানে মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমী পরাজিত

প্রকাশ: ০২:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমীর সাথে প্রীতি ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল টাইগার্স একাডেমী ৩১ রানে জয়ী হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ২দিনের দুটি প্রীতি ক্রিকেট ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন দু’দলের মাঝে পরিচিত হয়ে খেলার শুভ উদ্বোধন করেন।

সকালে টস জয়ী টাঙ্গাইল টাইগার্স একাডেমী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রান করে। দলের পক্ষে রিহান সর্বোচ্চ ৬০ রান করে। এছাড়া কাব্য ৩২ ও শিমরোজ হাসান শিহাদ ১৩ রান করে। বোলিংয়ে বিজিত মানিকগঞ্জ রাইজিং একাডমীর পাভেল ৩টি উইকেট দখল করে।

এছাড়া নাফি ও সামি ২টি করে উইকেট দখল করে। জবাবে মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমী ৯ উইকেটে ১৪৩ রান করলে টাঙ্গাইল টাইগার্স ৩১ রানে জয়লাভ করে। দলের পক্ষে সাইম সর্বোচ্চ ৪১ রান করে।

টাইগার্স ক্রিকেট একাডেমীর পক্ষে শিমরোজ হাসান শিহাদ ও নিরব যথাক্রমে ১৭ ও ২২ রানে ২টি করে উইকেট দখল করে। খেলায় রিহান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। বিশেষ ভাবে পুরষ্কারকৃত হন রাউজিং ক্রিকেট একাডেমীর সাইম(৪১ রান), পাভেল (৪ উইকেট) ও সুফিয়ান(উদীয়মান)।

খেলা শেষে পুরষ্কার বিতরন করেন সাবেক ক্রিকেট খেলোয়াড় জাতীয় নাগরিক কমিটির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাসুদুর রহমান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর কোচ ইসলাম খান ও মানিকগঞ্জ রাইজিং ক্রিকেট একাডেমীর কোচ আতিকুর রহমান। আম্পায়ার ছিলেন স্বপন কুমার দত্ত ও জুয়েল রানা। ১২ জানুয়ারী রোববার ২য় ও সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

এম.কন্ঠ/ ১১ জানুয়ারী /এম.টি