ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
বাসাইলে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে কোনভাবেই বিতর্কিত করা যাবেনা…টুকু প্রথম আলো বন্ধুসভা টাঙ্গাইল শাখার কমিটিতে জয় ঘোষ সভাপতি ও সম্পাদক লুপিন কালিহাতীতে ব্লাড ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপি শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে…সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিহাতীতে ট্রাকের চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত গুঁড়িয়ে দেয়া হল টাঙ্গাইল জেলা আ.লীগের কার্যালয় ও সভাপতির বাড়ী তারুন্যের উৎসবে টাঙ্গাইলে টি-১০, সিক্সার্স ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌদি আরবে কালিহাতীর যুবক খুন

টাঙ্গাইল টাইগার্সের কাছে ৩১ রানে মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমী পরাজিত

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০২:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমীর সাথে প্রীতি ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল টাইগার্স একাডেমী ৩১ রানে জয়ী হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ২দিনের দুটি প্রীতি ক্রিকেট ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন দু’দলের মাঝে পরিচিত হয়ে খেলার শুভ উদ্বোধন করেন।

সকালে টস জয়ী টাঙ্গাইল টাইগার্স একাডেমী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রান করে। দলের পক্ষে রিহান সর্বোচ্চ ৬০ রান করে। এছাড়া কাব্য ৩২ ও শিমরোজ হাসান শিহাদ ১৩ রান করে। বোলিংয়ে বিজিত মানিকগঞ্জ রাইজিং একাডমীর পাভেল ৩টি উইকেট দখল করে।

এছাড়া নাফি ও সামি ২টি করে উইকেট দখল করে। জবাবে মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমী ৯ উইকেটে ১৪৩ রান করলে টাঙ্গাইল টাইগার্স ৩১ রানে জয়লাভ করে। দলের পক্ষে সাইম সর্বোচ্চ ৪১ রান করে।

টাইগার্স ক্রিকেট একাডেমীর পক্ষে শিমরোজ হাসান শিহাদ ও নিরব যথাক্রমে ১৭ ও ২২ রানে ২টি করে উইকেট দখল করে। খেলায় রিহান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। বিশেষ ভাবে পুরষ্কারকৃত হন রাউজিং ক্রিকেট একাডেমীর সাইম(৪১ রান), পাভেল (৪ উইকেট) ও সুফিয়ান(উদীয়মান)।

খেলা শেষে পুরষ্কার বিতরন করেন সাবেক ক্রিকেট খেলোয়াড় জাতীয় নাগরিক কমিটির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাসুদুর রহমান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর কোচ ইসলাম খান ও মানিকগঞ্জ রাইজিং ক্রিকেট একাডেমীর কোচ আতিকুর রহমান। আম্পায়ার ছিলেন স্বপন কুমার দত্ত ও জুয়েল রানা। ১২ জানুয়ারী রোববার ২য় ও সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

এম.কন্ঠ/ ১১ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইল টাইগার্সের কাছে ৩১ রানে মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমী পরাজিত

প্রকাশ: ০২:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমীর সাথে প্রীতি ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল টাইগার্স একাডেমী ৩১ রানে জয়ী হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ২দিনের দুটি প্রীতি ক্রিকেট ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন দু’দলের মাঝে পরিচিত হয়ে খেলার শুভ উদ্বোধন করেন।

সকালে টস জয়ী টাঙ্গাইল টাইগার্স একাডেমী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রান করে। দলের পক্ষে রিহান সর্বোচ্চ ৬০ রান করে। এছাড়া কাব্য ৩২ ও শিমরোজ হাসান শিহাদ ১৩ রান করে। বোলিংয়ে বিজিত মানিকগঞ্জ রাইজিং একাডমীর পাভেল ৩টি উইকেট দখল করে।

এছাড়া নাফি ও সামি ২টি করে উইকেট দখল করে। জবাবে মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমী ৯ উইকেটে ১৪৩ রান করলে টাঙ্গাইল টাইগার্স ৩১ রানে জয়লাভ করে। দলের পক্ষে সাইম সর্বোচ্চ ৪১ রান করে।

টাইগার্স ক্রিকেট একাডেমীর পক্ষে শিমরোজ হাসান শিহাদ ও নিরব যথাক্রমে ১৭ ও ২২ রানে ২টি করে উইকেট দখল করে। খেলায় রিহান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। বিশেষ ভাবে পুরষ্কারকৃত হন রাউজিং ক্রিকেট একাডেমীর সাইম(৪১ রান), পাভেল (৪ উইকেট) ও সুফিয়ান(উদীয়মান)।

খেলা শেষে পুরষ্কার বিতরন করেন সাবেক ক্রিকেট খেলোয়াড় জাতীয় নাগরিক কমিটির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাসুদুর রহমান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর কোচ ইসলাম খান ও মানিকগঞ্জ রাইজিং ক্রিকেট একাডেমীর কোচ আতিকুর রহমান। আম্পায়ার ছিলেন স্বপন কুমার দত্ত ও জুয়েল রানা। ১২ জানুয়ারী রোববার ২য় ও সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

এম.কন্ঠ/ ১১ জানুয়ারী /এম.টি