দশম গ্রেডের দাবিতে কালিহাতীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন
“দশম গ্রেড আমাদের দাবি নয় আামাদের অধিকার” শ্রোগানে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড অধিকার প্রাপ্তির দাবিতে টাঙ্গাইলের কালিহাতীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বুধবার বিকেলে কালিহাতী উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দড়িখরশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মফিদুল ইসলাম, চরবাঁশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শফিকুল ইসলাম, বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, হাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃনাল কান্তি ঘোষ ও আবু হানিফ, ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাজু আহাম্মেদ, দশকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন আজাদ, সরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, আমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক ও কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।
এসময় বক্তাগণ বলেন, একটি জাতির শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে। সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন সরকারি দপ্তরের স্মাতক সমমান কর্মকর্তা নিয়োগে দশম গ্রেড করা হয়েছে। তাই বর্তমান অন্তর্বতীকালীন সরকার বৈষম্য দূরীকরনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের সদয় অনুগ্রহ কামনা করছি।
মানববন্ধন শেষে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।
এম.কন্ঠ/ ০২ অক্টোবর /এম.টি