টাঙ্গাইলে দুর্গোৎসব উপলক্ষ্যে বিএনপির মতবিনিময় সভা
টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষ্যে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়াম কক্ষে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো ও নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা যুব দলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, জেলা হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু প্রমুখ।
দুর্গাপূজার আয়োজন নিয়ে ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইল জেলার সকল হিন্দু ভাইয়েরা সুন্দর ও সুষ্ঠভাবে দূর্গোৎসব পালন করতে পারে সেই ব্যাপারে জেলা বিএনপির সকল সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করবেন। যাতে দুর্গাপূজায় পালনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা বিএনপির সবাই সজাগ থাকবো।
এম.কন্ঠ/ ২৯ সেপ্টেম্বর /এম.টি