কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় খেয়ানৌকা, নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় খেয়ানৌকার নিখোঁজ বাবু প্রামানিক (৩৫) লাশ একদিন পর ও মুক্তার আলী (৩২) লাশ দুইদিন পর উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে কালিহাতীর জাকারচর এলাকা থেকে বাবু প্রামানিকের লাশ ও মঙ্গলবার সকাল ১১ টার দিকে পৌলি এলাকা থেকে মুক্তার আলী (৩২) লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার রাত ৮ টার দিকে কালিহাতীর জোকারচর খেয়াঘাটে বাল্কহেডের ধাক্কায় খেয়ানৌকা থেকে পড়ে নিখোঁজ হন তারা।
নিহত মুক্তার হোসেন কালিহাতী উপজেলার দূর্গাপুর গ্রামের সামছুল হকের ছেলে আর বাবু প্রামাণিক টাঙ্গাইল সদর উপজেলা মালঞ্চ গ্রামের মৃত রহম প্রামানিকের ছেলে।
যমুনা সেতু পূর্ব পার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, রোববার কালিহাতীর জোকারচর এলাকায় খেয়ানৌকায় কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এসময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খেয়ানৌকার যাত্রীরা নদীতে পড়ে যায়। সাতরে অন্যরা পাড়ে উঠতে পারলেও বাবু প্রামানিক ও মুক্তার আলী পাড়ে উঠতে পারেনি। সোমবার সকালে তাদের উদ্ধারে চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে বাবু প্রামানিক ও মঙ্গলবার সকাল ১১ টার দিকে মুক্তার আলীর লাশ উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইলে নৌ পুলিশের এসপি মোহাম্মদ সোহেল রানা সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, যে যানবাহনের মাধ্যমে এই দুর্ঘটনাটি ঘটেছে, সেই বাল্কহেডটি পুলিশ হেফাজতে আছে। বাল্কহেডের চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম.কন্ঠ/ ১০ সেপ্টেম্বর /এম.টি