ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রশাসনের সহযোগিতায় মিয়ানমারে অপহৃত কালিহাতীর মনির ফিরলো পরিবারে ঘাটাইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থসামাজিক উন্নয়নে ষাঁড় ও বকনা বাছুর বিতরন টাঙ্গাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে হুগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল সোনিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারদের সংবাদ সম্মেলন বাসাইলে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল সোনালী ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের ইফতার মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে সমন্বয় সভা ও সৌহার্দ্য’র ইফতার মাহফিল যমুনা রেলসেতুর উদ্বোধন, পার হওয়া যাবে সাড়ে ৩ মিনিটে মির্জাপুরে মসদই মাঠে ক্রিকেট ফাইনাল ৩ এপ্রিল

কালিহাতীতে কোটা সংস্কারের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১০:৩০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে চলমান কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড ও বাগুটিয়ায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সাধারণ শিক্ষার্থীরা পৌর শিশু উদ্যানে একত্রিত হয়ে মহাসড়কের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয় বলে জানা যায়। পরে বাঁধা উপেক্ষা করে শিক্ষার্থীরা বাসস্ট্যান্ডে পৌঁছে দুপুর পৌনে একটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। অপরদিকে সকাল ১১টায় বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাও বাগুটিয়ায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক দুপুর পৌনে একটা পর্যন্ত অবরোধ করে রাখে। এসময় শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও প্লেকার্ড হাতে নানান স্লোগান দিতে থাকে।

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী রাকিব হোসাইন বলেন, আমরা কখনও মুক্তিযোদ্ধাদের অসম্মান করতে চাই না, আমাদের অন্তরে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সম্মান ও শ্রদ্ধা আছে এবং থাকবে। আমাদের আন্দোলন কোটার বিপক্ষে নয়। একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে জাহির করতে চায়। কিন্তু সংবিধানের ২৯ এর ১নং পরিচ্ছেদে বলা আছে, ‘যে কোনও সরকারি চাকুরির ক্ষেত্রে সকল নাগরিকদের সমান অধিকার থাকবে’। যদি এই কোটা প্রথা চালু থাকে সেক্ষেত্রে ৫৬ শতাংশ কোটার পরে মাত্র ৪৪ শতাংশ সাধারণ মানুষ চাকুরি পায়, বাকিরা পায় না। এতে স্পষ্টতই বোঝা যায় সংবিধান লঙ্ঘিত হচ্ছে। আমরা অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটার বিপক্ষে নই। মুক্তিযোদ্ধা ৩০, নারী ১০, জেলা ১০, উপজাতি ৫ ও প্রতিবন্ধী ১ মোট ৫৬ শতাংশ কোটা দেশের এক শতাংশ মানুষের জন্য, আর বাকি ৯৯ শতাংশ মানুষের জন্য মাত্র ৪৪ শতাংশ কোনও ভাবেই সমতা হতে পারে না। এজন্য আমরা চাই বিদ্যমান কোটা সংস্কার করে সমতার ভিত্তিতে শতাংশ কমিয়ে আনা। মুক্তিযোদ্ধা ১০ ও প্রতিবন্ধীসহ অন্যান্য ৫ সহ মোট ১৫ শতাংশ হারে কোটা সংস্কার করতে হবে।

এম.কন্ঠ/  ১৭ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে কোটা সংস্কারের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশ: ১০:৩০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে চলমান কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড ও বাগুটিয়ায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সাধারণ শিক্ষার্থীরা পৌর শিশু উদ্যানে একত্রিত হয়ে মহাসড়কের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয় বলে জানা যায়। পরে বাঁধা উপেক্ষা করে শিক্ষার্থীরা বাসস্ট্যান্ডে পৌঁছে দুপুর পৌনে একটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। অপরদিকে সকাল ১১টায় বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাও বাগুটিয়ায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক দুপুর পৌনে একটা পর্যন্ত অবরোধ করে রাখে। এসময় শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও প্লেকার্ড হাতে নানান স্লোগান দিতে থাকে।

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী রাকিব হোসাইন বলেন, আমরা কখনও মুক্তিযোদ্ধাদের অসম্মান করতে চাই না, আমাদের অন্তরে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সম্মান ও শ্রদ্ধা আছে এবং থাকবে। আমাদের আন্দোলন কোটার বিপক্ষে নয়। একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে জাহির করতে চায়। কিন্তু সংবিধানের ২৯ এর ১নং পরিচ্ছেদে বলা আছে, ‘যে কোনও সরকারি চাকুরির ক্ষেত্রে সকল নাগরিকদের সমান অধিকার থাকবে’। যদি এই কোটা প্রথা চালু থাকে সেক্ষেত্রে ৫৬ শতাংশ কোটার পরে মাত্র ৪৪ শতাংশ সাধারণ মানুষ চাকুরি পায়, বাকিরা পায় না। এতে স্পষ্টতই বোঝা যায় সংবিধান লঙ্ঘিত হচ্ছে। আমরা অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটার বিপক্ষে নই। মুক্তিযোদ্ধা ৩০, নারী ১০, জেলা ১০, উপজাতি ৫ ও প্রতিবন্ধী ১ মোট ৫৬ শতাংশ কোটা দেশের এক শতাংশ মানুষের জন্য, আর বাকি ৯৯ শতাংশ মানুষের জন্য মাত্র ৪৪ শতাংশ কোনও ভাবেই সমতা হতে পারে না। এজন্য আমরা চাই বিদ্যমান কোটা সংস্কার করে সমতার ভিত্তিতে শতাংশ কমিয়ে আনা। মুক্তিযোদ্ধা ১০ ও প্রতিবন্ধীসহ অন্যান্য ৫ সহ মোট ১৫ শতাংশ হারে কোটা সংস্কার করতে হবে।

এম.কন্ঠ/  ১৭ জুলাই /এম.টি