টাঙ্গাইলে যমুনার ফ্রিজ কিনে মোটরসাইকেল পেলেন গ্রাহক
দেশব্যাপি যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলসের চলমান ডাবল খুশি অফারে টাঙ্গাইলে ফ্রিজ কিনে মোটরসাইকের পেলেন মো. মোতালেব হোসেন নামের এক গ্রাহক। বুধবার বিকেলে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫০ সিসি পেগাসাস মোটরসাইকেল তুলে দেয়া হয়।
এ সময় যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলস-এর ডিজিএম ব্রান্ড ডেভেলপমেন্ট রকিব আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্রান্ড ডেভেলপমেন্ট সাবিরুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, এরিয়া ম্যানেজার নাসির উদ্দিন, টাঙ্গাইল প্লাজার ম্যানেজার কাওসার আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ম্যানেজার কাওসার আহমেদ জানান, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদের এই খুশিকে সর্বজনীন করতে যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলসের পণ্যে চলছে ‘ডাবল খুশি অফার’। গত ১২ জুন টাঙ্গাইলের কালিহাতির বাসিন্দা মো. মোতালেব হোসেন যমুনা ইলেকট্রনিক্সের টাঙ্গাইল প্লাজা থেকে ফ্রিজ কিনে রেজিষ্টেশন করে অফারে মোটরসাইকেল জিতেন।
এছাড়াও এ অফারে যমুনা রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন ক্রয় করে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন মোটরসাইকেল, ফ্রিজ, এসি, স্মার্ট টিভি, ওভেনসহ অসংখ্য হোম অ্যাপলায়েন্স জিতে নেয়ার সুবর্ণ সুযোগ। সাথে আরও রয়েছে ৩০ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড়।
তিনি আরও জানান, যমুনা প্লাজা থেকে ক্রয়ে রয়েছে ২০ শতাংশ ডাউন পেমেন্টে ৬ মাস, ৯ মাস ও ১২ মাস মেয়াদী সহজ কিস্তি সুবিধা। এছাড়া ক্রেডিট কার্ডে ব্যাংক ইএমআই সুবিধাও পাবেন ক্রেতারা। সাশ্রয়ী মূল্য আর গুণগত মানের কারণে যমুনা পণ্যের প্রতি ঝুঁকছেন ক্রেতারা। দেশের নিত্যপণ্যের উর্ধ্বগতির এই দুঃসময়ে সাশ্রয়ী মুল্যে সর্বোচ্চ গুণগতমানের পণ্য কেনার সুযোগ করে দিচ্ছে যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস।
এম.কন্ঠ/ ১২ জুন /এম.টি