দুধ ও ডিম মানুসিক বিকাশ ঘটায়..জেলা প্রশাসক
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেছেন, শরীরকে সুস্থ্য রাখতে ডিম ও দুধের বিকল্প নেই। দুধ ও ডিম মানুসিক বিকাশ ঘটায়। এ জন্য শরীরের সুস্থ্যতা ও জ্ঞান বৃদ্ধি করতে সবার জন্য নিয়মিত ডিম ও দুধ খাওয়া প্রয়োজন।
তিনি গতকাল রোববার সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে বিশ্বদুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিল্ক ফিডিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, শিশুদের মানুসিক বিকাশ প্রয়োজন এবং শিক্ষার্থীরা মানুসিক শ্রম দিয়ে থাকেন। এদের মেধা বিকাশে নিয়মিত ডিম ও দুধ খাওয়া প্রয়োজন। দেশের এই বিশাল আমিষের যোগান দিচ্ছে প্রাণিসম্পদ বিভাগ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুবুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকারিয়া হায়দার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, হীরা মিয়া, নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজন্ন কেন্দ্রের উপ-পরিচালক ডা. নুরুল ইসলাম, জেলা ভেটেরিনারি অফিসার ডা. তাপস কান্তি দত্ত, জেলা ট্রেনিং অফিসার ডা. মো. শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহেল রানা, সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. আবু সাঈম আল সালাউদ্দিনসহ বিভিন্ন উপজেলা কর্মকর্তা বৃন্দ। এর পুর্বে একটি বর্ণাঢ্য র্যালী গুরুত্বপুর্ন স্থান পরিদর্শন করেন।
এম.কন্ঠ/ ০২ জুন /এম.টি