ঈদে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট নিরসনে মতবিনিময় সভা
আসন্ন ঈদুল আযহায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা পুলিশ লাইনস গ্রীল শেডে জেলা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর-এ-আলম সিদ্দিকী প্রমুখ।
সভায় বক্তারা, ঈদে যানজটের কারণ চিহ্নিত করে তা অপসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন প্রবেশ করতে না পারা, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাক না রাখা বিশেষ করে নির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
এম.কন্ঠ/ ২৬ মে /এম.টি