টাঙ্গাইলে সার্বজনীন পেনশন স্কিম উদ্বুব্দকরণ কর্মশালা
“সূখে গরবে আগামী দিন সার্বজনীন পেনশন স্কিম” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে সার্বজনীন পেনশন স্কিম উদ্বুব্দকরণ কর্মশালা গতকাল সোমবার সদর উপজেলা পরিষদ হলরুমে সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী।
উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন মোহাম্মদ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচক ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরীফ, সদর থানা ওসি (অপারেশন) মো. নাসির উদ্দিন ও সহকারি প্রোগ্রমার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর টাঙ্গাইল এর রোকনুজ্জামান।
কর্মশালায় উপস্থিত ছিলেন করটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু, কাকুয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক, বাঘিল ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মন্টু, কাতুলী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, দাইন্যা ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন ও মগড়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মোতালিব হোসেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ সরকারী-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২৩ এপ্রিল/এম.টি