পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৮২তম ঘোড় দৌড় ক্রীড়া প্রতিযোগিতা
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৮২তম ঘোড় দৌড় ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর ৫আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারী।
বরেণ্য অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. আকরাম হোসেন কিসলু। নন্দিত অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, বিশিষ্ট শিল্পপতি মো. মোশারফ হোসেন খান, আমন্ত্রিত অতিথি ছিলেন মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মোতালেব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হযরত আলী, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক আহমেদ রাজিব, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. মনিরুজ্জামান রতন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাকিম মিয়া, যুগ্ম সম্পাদক আলম হোসেন (মাষ্টার), ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম স্বপন ও আত্মসংশোধন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় হাজার হাজার দর্শক স্রোতা ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।
এম.কন্ঠ/ ১৫ এপ্রিল/এম.টি