তারুন্যের উৎসবে টাঙ্গাইলে টি-১০, সিক্সার্স ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে টি-১০, সিক্সার্স ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫ ফেব্রুয়ারি) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে টি-১০, সিক্সার্স ও ভলিবল খেলার আয়োজন করেন জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এবং বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজারত ডিপুটি কালেক্টর আল আমিন কবীর ও জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন।
তারুন্যের উৎসবে খেলায় লাল ও নীল নামে দুটি দল টি-১০, সিক্সার্স এবং ভলিবল প্রতিযোগিতায় যে ছাত্রছাত্রী অংশগ্রহন করে তারা হলোঃ মুন্না, আল আমিন সিয়াম, নবাব আলী, মনিরুল, আব্দুল্লাহ, আলামিন, ফাহাদ, জাবেদ, সাদিক, তাহসিন, সুইট,নূর, ফাহাদ, কাউসার, সাইদুল, মনিরুল, রাহিম, রিফাত, মারুফ, নিলয় ও তরী।
খেলাগুলি আয়োজনে সহযোগিতা করেন জেলা সহকারী ক্রীড়া কর্মকর্তা কামরুল হাসান রনি।
এম.কন্ঠ/০৫ ফেব্রুয়ারী /এম.টি