ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

উইন্টার সিজন ফুটবলে টেন ক্লাব ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০২:০০:২১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

জেলার সাবেক জাতীয় যুব ফুটবলার ও সাংবাদিক ইফতেখারুল অনুপমের মানবদেয়ালে উপর দিয়ে বাঁকানো দর্শনীয় স্পট কিক থেকে সরাসরি ওয়ান ক্লাবের জাল স্পর্শ করামাত্রই টেন ক্লাব (১-০) এগিয়ে যায়। যার ফল খেলার শেষ পর্যন্ত বহাল থাকায় জয়ের আনন্দে টেন ক্লাব ফাইনালে উঠে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোরটি ব্রাদার্সেও আয়োজনে উইন্টার সিজন ফুটবলের ফিরতি ম্যাচে টেন ক্লাব ও ওয়ান ক্লাবে মুখোমুখি হয়েছিল।

খেলার শুরু থেকে টেন ক্লাব গোছানো ফুটবল খেলতে থাকে। দলের গোলরক্ষকের দুর্বলতা কাটাতে স্টাইকার পজিশনের আশরাফকে গোলরক্ষকের ভূমিকায় দেখা গেলে টেন ক্লাবের রক্ষণভাগ চমৎকার খেলে। শক্তিশালী রক্ষণের সুযোগে টেনক্লাবের অনুপম ও গোবিন্দ ওয়ান ক্লাবের গোলমূখী বারং বার আক্রমন করে খেলতে থাকে। ওয়ান ক্লাবও পাল্টা আক্রমনে গোল করার সুযোগ সৃষ্টি করতে থাকে এবং এক পর্যায়ে ওয়ান টু ওয়ানে টেন ক্লাবের গোলরক্ষককে পরাস্থ করে ব্যর্থ হয় স্টাইকার দুলাল।

খেলার ১১মিনিটের সময় ওয়ান ক্লাবের ডিবক্সেও সামনে রাতুলের ফাউল থেকে ফ্রি-কি পায় টেন ক্লাব। অনুপমের ফ্রিকিক মানব দেয়ালের উপর হয়ে বাঁকানো শট ওয়ান ক্লাবের গোলবারে বল আঘাত করে গোলরক্ষক সুব্রত কুমারে পিঠে আলতো ছোঁয়া লেগে বল চলে যায় জালে (১-০)।

খেলার পিছিয়ে পড়ে ওয়ান ক্লাব আরো অগোছালো হয়ে পড়ে। উন্টো খেলায় আরো ২টি গোলকরার সহজ সুযোগ নষ্ট করেন টেন ক্লাবের স্টাইকাররা। এছাড়া ওয়ানক্লাবের পেনাল্টি বক্সে রাতুলের পরিষ্কার হান্ডবলও রেফারী সুলতান মাহমুদ এড়িয়ে গেছেন। যা পেলে টেন ক্লাবের গোলসংখ্যা দ্বিগুন হতো পারতো।

টেন ক্লাব ৫ ম্যাচে ৩টি ম্যাচে জয়লাভ, ১ ম্যাচে ড্র এবং ১ ম্যাচে হার নিয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। বিপরীতে ওয়ান ক্লাবের ৫ ম্যাচে পয়েন্ট ২, হ্যানডেট ক্লাবের পয়েন্ট ৭, আজকের ম্যাচে যারা খেলেছে। টেনক্লাবঃ আশরাফ, শামীম আল মামুন(অধিনায়ক), প্রফেসর সানোয়ার, মতিন , বিশ^জিৎ, ডাঃ ইমরান, ডাঃ শফিকুল ইসলাম, সোলায়মান, উজ্জল, গোবিন্দ কর্মকার ও ইফতেখারুল অনুপম। ওয়ান ক্লাবঃ সুব্রত কুমার ধর(অধিনায়ক), লিটন সাহা, পলাশ পাল, দিলীপ, গৌর সুন্দর, মুজিবুর, রাতুল কর্মকার, উৎপল কর্মকার, এ্যাডভোকেট বাবু, দুলাল ও মোতালেব। রেফারীঃ সুলতান মাহমুদ।

এম.কন্ঠ/০২ ফেব্রুয়ারী /এম.টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন

উইন্টার সিজন ফুটবলে টেন ক্লাব ফাইনালে

প্রকাশ: ০২:০০:২১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

জেলার সাবেক জাতীয় যুব ফুটবলার ও সাংবাদিক ইফতেখারুল অনুপমের মানবদেয়ালে উপর দিয়ে বাঁকানো দর্শনীয় স্পট কিক থেকে সরাসরি ওয়ান ক্লাবের জাল স্পর্শ করামাত্রই টেন ক্লাব (১-০) এগিয়ে যায়। যার ফল খেলার শেষ পর্যন্ত বহাল থাকায় জয়ের আনন্দে টেন ক্লাব ফাইনালে উঠে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোরটি ব্রাদার্সেও আয়োজনে উইন্টার সিজন ফুটবলের ফিরতি ম্যাচে টেন ক্লাব ও ওয়ান ক্লাবে মুখোমুখি হয়েছিল।

খেলার শুরু থেকে টেন ক্লাব গোছানো ফুটবল খেলতে থাকে। দলের গোলরক্ষকের দুর্বলতা কাটাতে স্টাইকার পজিশনের আশরাফকে গোলরক্ষকের ভূমিকায় দেখা গেলে টেন ক্লাবের রক্ষণভাগ চমৎকার খেলে। শক্তিশালী রক্ষণের সুযোগে টেনক্লাবের অনুপম ও গোবিন্দ ওয়ান ক্লাবের গোলমূখী বারং বার আক্রমন করে খেলতে থাকে। ওয়ান ক্লাবও পাল্টা আক্রমনে গোল করার সুযোগ সৃষ্টি করতে থাকে এবং এক পর্যায়ে ওয়ান টু ওয়ানে টেন ক্লাবের গোলরক্ষককে পরাস্থ করে ব্যর্থ হয় স্টাইকার দুলাল।

খেলার ১১মিনিটের সময় ওয়ান ক্লাবের ডিবক্সেও সামনে রাতুলের ফাউল থেকে ফ্রি-কি পায় টেন ক্লাব। অনুপমের ফ্রিকিক মানব দেয়ালের উপর হয়ে বাঁকানো শট ওয়ান ক্লাবের গোলবারে বল আঘাত করে গোলরক্ষক সুব্রত কুমারে পিঠে আলতো ছোঁয়া লেগে বল চলে যায় জালে (১-০)।

খেলার পিছিয়ে পড়ে ওয়ান ক্লাব আরো অগোছালো হয়ে পড়ে। উন্টো খেলায় আরো ২টি গোলকরার সহজ সুযোগ নষ্ট করেন টেন ক্লাবের স্টাইকাররা। এছাড়া ওয়ানক্লাবের পেনাল্টি বক্সে রাতুলের পরিষ্কার হান্ডবলও রেফারী সুলতান মাহমুদ এড়িয়ে গেছেন। যা পেলে টেন ক্লাবের গোলসংখ্যা দ্বিগুন হতো পারতো।

টেন ক্লাব ৫ ম্যাচে ৩টি ম্যাচে জয়লাভ, ১ ম্যাচে ড্র এবং ১ ম্যাচে হার নিয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। বিপরীতে ওয়ান ক্লাবের ৫ ম্যাচে পয়েন্ট ২, হ্যানডেট ক্লাবের পয়েন্ট ৭, আজকের ম্যাচে যারা খেলেছে। টেনক্লাবঃ আশরাফ, শামীম আল মামুন(অধিনায়ক), প্রফেসর সানোয়ার, মতিন , বিশ^জিৎ, ডাঃ ইমরান, ডাঃ শফিকুল ইসলাম, সোলায়মান, উজ্জল, গোবিন্দ কর্মকার ও ইফতেখারুল অনুপম। ওয়ান ক্লাবঃ সুব্রত কুমার ধর(অধিনায়ক), লিটন সাহা, পলাশ পাল, দিলীপ, গৌর সুন্দর, মুজিবুর, রাতুল কর্মকার, উৎপল কর্মকার, এ্যাডভোকেট বাবু, দুলাল ও মোতালেব। রেফারীঃ সুলতান মাহমুদ।

এম.কন্ঠ/০২ ফেব্রুয়ারী /এম.টি