টাঙ্গাইলে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে টুর্নামেন্ট শুরু
টাঙ্গাইলে ইয়ং টাইগার্স(অনুর্ধ্ব-১৮) বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার সকাল ৯টায় টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে “এ”গ্রুপের খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন, জেলা ক্রিকেট একাডেমীর ক্রিকেট কোচ আরাফাত রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্যকরী কমিটির সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন।
উদ্বোধনী খেলায় কিশোরগঞ্জ ৬৮ সালে ময়মনসিংহ জেলাকে হারিয়ে শুভ সূচনা করেছে। টস জয়ী কিশোরগঞ্জ প্রথমে ব্যাটিং করে ৪২.৪ বলে ১০ উইকেট হারিয়ে ১৮৮ রান করে। দলের পক্ষে ওয়াসিক মাহমুদ ৭৩রান করে। জবাবে ময়মনসিংহ ৩৬.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২০ রানে অলআউট হলে কিশোরগঞ্জ ৬৮ রান জয়লাভ করে।
উল্লেখ্য টাঙ্গাইল ভেন্যুতে ময়মনসিংহ, নরসিংদী, নেত্রকোনা, গাজীপুর ও কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ ভেন্যুতে টাঙ্গাইল, শেরপুর, মানিকগঞ্জ ও জামালপুর জেলাসহ ৯টি জেলা খেলছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার ময়মনসিংহ ভেন্যুতে “বি” গ্রুপে টাঙ্গাইল জেলা ক্রিকেট দলের সাথে জামালপুর জেলা দলের ম্যাচ দিয়ে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। আজকের খেলাঃ গাজীপুর জেলা বনাম নরসিংদী জেলা।
এম.কন্ঠ/ ০১ ডিসেম্বর /এম.টি