কালিহাতীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে বিএনপির জনসভা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা কোকডহরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কোকড়হরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার বিকালে কোকডহরা বাজার প্রাঙ্গন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে কোকডহরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়।
কালিহাতী উপজেলা কোকডহরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাল হোসেন ফুল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।
তারেক রহমানের তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে কোকডহরা ইউনিয়ন বিএনপির জনসভায় প্রধান বক্তা ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কোকডহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফি, কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবদলের নেতা এস এম আমিনুল হক প্রমুখ।
এছাড়া উপজেলা ১৩ ইউনিয়ন ও দুইটি পৌরসভার বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২৩ নভেম্বর /এম.টি