সর্বশেষ
টাঙ্গাইলে ইশরাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
টাঙ্গাইল শহরের আশেকপুরে ইশরাস্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জোবায়দা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু।
এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আয়বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা ছাত্র দলের সভাপতি দুর্জয হোড় শুভ, ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা আব্দুল্লাহ আসিফ খান শেলী ও ইব্রাহিম জিহাদী, ছাত্র দল নেতা ফরিদুল ইসলাম মিল্টন প্রমুখ।
৫০ মিনিটের খেলায় মীরের বেতকা ইয়াং স্টার ১-০ গোলে তারটিয়া সবুজ বয়েজ ক্লাবকে পরাজিত করে।
এম.কন্ঠ/ ১৯ অক্টোবর /এম.টি