ঘাটাইলে পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
টাঙ্গাইলের ঘাটাইলে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
বৃহস্পতিবার (১০, অক্টোবর) রাত ১০টায় ঘাটাইল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে তিনি মতবিনিময় করে তিনি বলেন, টাঙ্গাইল জেলা শিল্পসংস্কৃতি এবং শিক্ষায় অনেক সমৃদ্ধ।
এবার ঘাটাইলে ৬২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে যেন উদযাপিত হতে পারে এ লক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিলেজ টিম ও মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আইনশৃংখলা বাহিনীর তৎপর রয়েছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এভিনিউ) শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাশ, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অমূল্য কুমার আর্থসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এম.কন্ঠ/ ১২ অক্টোবর /এম.টি





























