টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক শরিফা হক জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় তিনি বলেন, বৈপ্লবিক সময়ে সরকার আমাকে টাঙ্গাইলের মতো গুরত্বপূর্ণ জেলায় দায়িত্ব পালন করতে পাঠিয়েছেন। ইতিহাস ঐতিহ্যেও সাথে টাঙ্গাইলের অনেক সুনাম রয়েছে। আগামী দিনে সকলকে সাথে নিয়ে সুন্দর একটি টাঙ্গাইল গড়তে চাই।
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, যে কোনো দুর্নীতি, অসৎ আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। আপনারা সমালোচনা করবেন সমালোচনা যাতে গঠনমূলক হয়। টাঙ্গাইলে দায়িত্বপালনকালে সকলের সহযোগিতা চান তিনি।
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আকতার শামীম, ডেইলি স্টারের প্রতিনিধি মির্জা শাকিল, এনটিভির স্টাফ রিপোর্টার মহব্বত হোসেন, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, যমুনা টেলিভিশনের প্রতিনিধি শামীম আল মামুন, নয়া দিগন্তের প্রতিনিধি মালেক আদনান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম জহিরুল হায়াত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রবীণ সাংবাদিক কবি মাহমুদ কামালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রসঙ্গত, ২৫ তম বিসিএসের কর্মকর্তা শরিফা হক টাঙ্গাইলর ৪০ তম জেলা প্রশাসক। এর আগে তিনি সেতু বিভাগের উপসচিব পদে দায়িত্ব পালন করেছেন। গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাবেক আলীকে টাঙ্গাইলে ও সেতু বিভাগের উপসচিব শরীফা হককে নীলফামারী পদায়ন করা হয়েছিলো। পরবর্তীতে বুধবার রদবদল করে নীলফামারী থেকে টাঙ্গাইলে পদায়ন করা হয়।
এম.কন্ঠ/ ১৫ সেপ্টেম্বর /এম.টি