ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ বাসাইলে দেড় শতাধিক হুইল চেয়ার বিতরণ টাঙ্গাইলে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার টাঙ্গাইলে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহারের উৎসাহ প্রদানে সচেতনতামূলক কর্মশালা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় যুগান্তর জনগন ভোট দিতে চায়, সংস্কারের গবেষণা নিয়ে ৬ মাস, ৬ বছর সময় চায় না…ড. আব্দুল মঈন খান বাসাইলে যুবলীগ নেতা গ্রেফতার কালিহাতীতে বিএনপি নেতা লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা টাঙ্গাইলে খাদ্য অফিসের কর্মচারিদের সহযোগিতায় চাল আটা কালো বাজারে বিক্রি টাঙ্গাইলে মাদক বিরোধী সাইকেল র‌্যালি

টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের তৎপরতায় স্বস্তি ফিরছে জনমনে

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম’র তৎপরতায় স্বস্তি ফিরছে সাধারণ জনমনে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে আঞ্চলিক সড়কের যানবাহনের চালক ও যাত্রী এবং শহর থেকে গ্রাম, পাহাড় থেকে চরাঞ্চলের মানুষের মাঝে আস্থা ফিরেছে।

সাইফুল ইসলাম সানতু যোগদানের পর থেকে থানা গুলোয় সাধারণ ডায়েরি, মামলা, পুলিশি অভিযানসহ সব ধরনের কাজ আরো জোরালোভাবে সম্পন্ন করা হচ্ছে। সড়কে ট্রাফিক আইন মেনে চলতে যানবাহলের চালকদের আহ্বান করছে পুলিশ। পুলিশের বাইরেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে সেনাবাহিনী, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

গত ১ সেপ্টেম্বর মো. সাইফুল ইসলাম সানতু টাঙ্গাইলের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদান করেই প্রতি রাত জেগে চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাইসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজে মাঠে থেকে দায়িত্ব পালন করছেন। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাত্রিকালীন ডিউটিরত অফিসার্স ও ফোর্স বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেছেন তিনি। আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ সুপার দিন রাতের অধিকাংশ সময় মাঠে থাকায় পুলিশ সদস্যদের কর্মতৎপরতাও অনেক বৃদ্ধি পেয়েছে। এতে জনসাধারনের পাশাপাশি পুলিশ সদস্যদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে।

এ দিকে রোববার রাতে পুলিশ সুপারের নির্দেশে কালিহাতীতে ধর্ষণের চেষ্টা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের হেফাজত হতে মামলার ঘটনায় ব্যবহৃত মোবাইল ফোন সেট ও একটি সিএনজি চালিত অটো রিক্সা উদ্ধার করা হয়েছে।

বাস চালক সোহেল রানা বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মহাসড়কে যত বেশি পুলিশ থাকবে তত আমাদের ও যাত্রীদের ভয় কেটে যাবে। সবই মিলিয়ে বর্তমানে স্বস্তিতে বাস চালাচ্ছি।

মোটরসাইকেল চালক আসাদ মিয়া বলেন, পুলিশের তৎপরতায় শহরের যানজট অনেকটা নিরসনে। আগের চেয়ের পুলিশের ব্যবহার অনেক ভাল হয়েছে। পুলিশের পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ আছি, সকলে ট্রাফিক আইন মেনে চললে যানজট আরও কমে যাবে।

টাঙ্গাইলে ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, মহাসড়ক থেকে শুরু করে শহর পর্যন্ত মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গুরত্বপূর্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। ট্রাফিক আইন মেনে চলতে বড় যানবাহনের পাশাপাশি ছোট যানবাহনের চালক ও যাত্রী এবং সাধারণ মানুষদেরও আহ্বান করা হচ্ছে।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম বলেন, টাঙ্গাইলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য।

 

এম.কন্ঠ/ ০৯  সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের তৎপরতায় স্বস্তি ফিরছে জনমনে

প্রকাশ: ০৩:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম’র তৎপরতায় স্বস্তি ফিরছে সাধারণ জনমনে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে আঞ্চলিক সড়কের যানবাহনের চালক ও যাত্রী এবং শহর থেকে গ্রাম, পাহাড় থেকে চরাঞ্চলের মানুষের মাঝে আস্থা ফিরেছে।

সাইফুল ইসলাম সানতু যোগদানের পর থেকে থানা গুলোয় সাধারণ ডায়েরি, মামলা, পুলিশি অভিযানসহ সব ধরনের কাজ আরো জোরালোভাবে সম্পন্ন করা হচ্ছে। সড়কে ট্রাফিক আইন মেনে চলতে যানবাহলের চালকদের আহ্বান করছে পুলিশ। পুলিশের বাইরেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে সেনাবাহিনী, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

গত ১ সেপ্টেম্বর মো. সাইফুল ইসলাম সানতু টাঙ্গাইলের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদান করেই প্রতি রাত জেগে চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাইসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজে মাঠে থেকে দায়িত্ব পালন করছেন। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাত্রিকালীন ডিউটিরত অফিসার্স ও ফোর্স বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেছেন তিনি। আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ সুপার দিন রাতের অধিকাংশ সময় মাঠে থাকায় পুলিশ সদস্যদের কর্মতৎপরতাও অনেক বৃদ্ধি পেয়েছে। এতে জনসাধারনের পাশাপাশি পুলিশ সদস্যদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে।

এ দিকে রোববার রাতে পুলিশ সুপারের নির্দেশে কালিহাতীতে ধর্ষণের চেষ্টা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের হেফাজত হতে মামলার ঘটনায় ব্যবহৃত মোবাইল ফোন সেট ও একটি সিএনজি চালিত অটো রিক্সা উদ্ধার করা হয়েছে।

বাস চালক সোহেল রানা বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মহাসড়কে যত বেশি পুলিশ থাকবে তত আমাদের ও যাত্রীদের ভয় কেটে যাবে। সবই মিলিয়ে বর্তমানে স্বস্তিতে বাস চালাচ্ছি।

মোটরসাইকেল চালক আসাদ মিয়া বলেন, পুলিশের তৎপরতায় শহরের যানজট অনেকটা নিরসনে। আগের চেয়ের পুলিশের ব্যবহার অনেক ভাল হয়েছে। পুলিশের পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ আছি, সকলে ট্রাফিক আইন মেনে চললে যানজট আরও কমে যাবে।

টাঙ্গাইলে ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, মহাসড়ক থেকে শুরু করে শহর পর্যন্ত মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গুরত্বপূর্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। ট্রাফিক আইন মেনে চলতে বড় যানবাহনের পাশাপাশি ছোট যানবাহনের চালক ও যাত্রী এবং সাধারণ মানুষদেরও আহ্বান করা হচ্ছে।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম বলেন, টাঙ্গাইলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য।

 

এম.কন্ঠ/ ০৯  সেপ্টেম্বর /এম.টি