টাঙ্গাইলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক
বঙ্গবন্ধু সেতু দিয়ে ১২ ঘণ্টায় ৭ হাজার ২৭৭ টি যানবাহন পারাপার
গত কয়েক দিনের তুলনায় বুধবার থেকে টাঙ্গাইলের সার্বিক পরিস্থিতি আরও স্বাভাবিক হচ্ছে। শহরের বিভিন্ন সড়ক, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক গুলোতে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে।
কারফিউ জারির পর থেকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। আর এরপর থেকেই জনসাধারনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এছাড়াও টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর পিপিএমের নেতৃত্বে টাঙ্গাইলে নাশকতাকারীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলায় ১৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরেজমিন ঘুরে দেখা যায়, কয়েক দিনের ব্যবধানে টাঙ্গাইলের শহরের অভ্যন্তরীন সড়ক ও মহাসড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে কয়েক গুণ। এছাড়াও মহাসড়কের গুরত্বপূর্ণ পয়েন্টে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় লক্ষ করা গেছে।
এ দিকে মঙ্গলবার রাত ১২ টা থেকে বুধবার দুপুর ১২ টা পর্যন্ত ১২ ঘন্টায় সাত হাজার ২৭৭ টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, স্বাভাাবিক সময়ে ১২ ঘন্টায় ৯ থেকে ১০ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। সোমবার রাত ১২ টা থেকে মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত ৭৩২ টি বাস, ট্রাক ৩ হাজার ৬৪, হালকা যানবাহন ২ হাজার ৫৯১টি এবং ৮৯০টি মোটরসাইকেল পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।
এম.কন্ঠ/ ২৫ জুলাই /এম.টি