ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালিহাতীতে মুন ডিজিটাল গ্যালারির যাত্রা শুরু

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

সৃজনশীল গ্রাফিক্স ডিজাইনারের সমন্বয়ে নান্দনিক নিখুঁত ডিজাইনের নিশ্চয়তা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে মুন ডিজিটাল সাইনের নতুন শাখা মুন ডিজিটাল গ্যালারির যাত্রা শুরু হয়েছে।

সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় প্রতিষ্ঠানটি। কালিহাতী হাসপাতাল রোডের চেয়ারম্যান প্লাজায় পাবেন সেরা মানের এ ডিজাইন।

মুন ডিজিটাল গ্যালারির স্বত্বাধিকারী রাসেল আহমেদ জানান , আমি দীর্ঘ দিন যাবৎ আর্ট তথা মুন ডিজিটাল সাইন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে পিভিসি প্যানা ব্যানার, ভোটের পোস্টার, ফেস্টুন ও সাইনবোর্ড তৈরির কাজসহ ইত্যাদি যাবতীয় প্রেসের কাজ অত্যন্ত যত্ন সহকারে করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এখন থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের আরও একটি নতুন শাখা মুন ডিজিটাল গ্যালারি যোগ হলো। এখানে ক্রেস্ট , শ্বেত পাথর, টাইলস প্রিন্ট, গেঞ্জি প্রিন্ট, মগ প্রিন্ট, কলম ও চাবি রিং প্রিন্ট, মোবাইলের ব্যাগ কাভার প্রিন্ট সহ যাবতীয় প্রিন্টের কাজ করা হচ্ছে।

 

এম.কন্ঠ/  ০৪ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে মুন ডিজিটাল গ্যালারির যাত্রা শুরু

প্রকাশ: ০১:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

সৃজনশীল গ্রাফিক্স ডিজাইনারের সমন্বয়ে নান্দনিক নিখুঁত ডিজাইনের নিশ্চয়তা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে মুন ডিজিটাল সাইনের নতুন শাখা মুন ডিজিটাল গ্যালারির যাত্রা শুরু হয়েছে।

সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় প্রতিষ্ঠানটি। কালিহাতী হাসপাতাল রোডের চেয়ারম্যান প্লাজায় পাবেন সেরা মানের এ ডিজাইন।

মুন ডিজিটাল গ্যালারির স্বত্বাধিকারী রাসেল আহমেদ জানান , আমি দীর্ঘ দিন যাবৎ আর্ট তথা মুন ডিজিটাল সাইন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে পিভিসি প্যানা ব্যানার, ভোটের পোস্টার, ফেস্টুন ও সাইনবোর্ড তৈরির কাজসহ ইত্যাদি যাবতীয় প্রেসের কাজ অত্যন্ত যত্ন সহকারে করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এখন থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের আরও একটি নতুন শাখা মুন ডিজিটাল গ্যালারি যোগ হলো। এখানে ক্রেস্ট , শ্বেত পাথর, টাইলস প্রিন্ট, গেঞ্জি প্রিন্ট, মগ প্রিন্ট, কলম ও চাবি রিং প্রিন্ট, মোবাইলের ব্যাগ কাভার প্রিন্ট সহ যাবতীয় প্রিন্টের কাজ করা হচ্ছে।

 

এম.কন্ঠ/  ০৪ জুলাই /এম.টি