ভুঞাপুরে পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে মানববন্ধন
টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় কলেজ কর্তৃপক্ষের অবহেলায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচীর পালন করেছে।
মঙ্গলবার সকালে উপজেলার নিকরাইল শমসের ফকির ডিগ্রী কলেজের পরীক্ষা বঞ্চিত ২২জন শিক্ষার্থী মানববন্ধন করে। এসময় তারা শিক্ষক লোকমান হোসেনের বহিস্কার দাবী করে। মানববন্ধন শেষ করে তারা বিক্ষোভ মিছিল বের করে।
এদিকে ওই কলেজের বাংলা বিভাগের শিক্ষক লোকমান হোসেনকে সাময়িক বহিস্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।
পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা পরীক্ষার্থীরা জানান, কলেজ কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী ফরমপূরণের টাকা দিতে পারিনি। পরে ওই শিক্ষক লোকমান স্যারের মাধ্যমে কম টাকায় ফরমপূরণ করি। কিন্তু পরবর্তিতে কলেজের অধ্যক্ষ বোর্ডে আমাদের ২২জনকে প্রবেশপত্র না দিতে অভিযোগ দেয়। এতে পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছি। পরে শিক্ষক লোকমানও এই বিষয়ে কোন সুরাহা করেনি। ফলে কলেজে শিক্ষকদের অভ্যন্তরীন কোন্দলের কারণে পরীক্ষার্থীদের ২বছর নষ্ট করে দেয়া হয়েছে।
শমসের ফকির ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান জানান, শিক্ষার্থীরা কলেজে ও পরীক্ষা কেন্দ্রের সামনে মানববন্ধন পালন করেছে তাদের পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে। এই ঘটনায় অভিযুক্ত কলেজের শিক্ষক লোকমান হোসেনকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
ভুঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ জানান, অবৈধভাবে ফরম পূরণের কারণে তাদের আবেদনটি বাতিল করে শিক্ষা বোর্ড। তাছাড়া জড়িত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কলেজ পরিচালনা কমিটি। তদন্ত করে উর্ধ্বতন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
এম.কন্ঠ/ ০২ জুলাই /এম.টি